পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহতগৌতম কুমার মহন্ত,
- প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেল
আরোহী মা-মেয়ে নিহতগৌতম কুমার মহন্ত,
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় গাছের গুড়ি বোঝায় ট্রাকের চাপায়
মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর
করাসহ চালককে বেধড়ক গণপিটুনি দিয়েছে। এ ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি
সোমবার রাত ৮ টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায়। নিহতরা হলেন
উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (৩০) ও তার
মেয়ে ফাতেমা জান্নাত (১০)। স্থানীয়রা জানায়, কাওসার রহমান ওইসময় নজিপুর বাজার থেকে
মোটরসাইকেল যোগে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাসস্ট্যান্ড এলাকায়
ব্যাটারিচালিত এক ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ
হারিয়ে সড়কের উপর পড়ে যায়। এ সময় সাপাহার থেকে নজিপুরগামী একটি গাছের গুড়ি
বোঝায় ট্রাক মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এ দুর্ঘটনার
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান
বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক
ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।

















