সখিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে মারধর
- প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪২ বার পড়া হয়েছে
সখিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে মারধর
টাঙ্গাইল জেলার সখিপুর থানার গার্লস স্কুল রোডের ৩নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে।
ভুক্তভোগী বৃদ্ধা সমলা জানান, ওইদিন তিনি স্থানীয় বছিরের মিলে চাউল ভাঙাতে যান। ঠিক সেই সময়ে আরেকজন মরিচ ভাঙানোর জন্য আসে। মানবিক কারণে সমলা মরিচের বস্তাটি মিলে নামিয়ে দিতে সহায়তা করেন। এতেই ক্ষিপ্ত হয়ে একই এলাকার পারবিন (পিতা: সাদেক) পিছন থেকে সমলাকে কিল, ঘুষি ও লাথি মারতে মারতে অজ্ঞান করে ফেলে।
ঘটনাস্থলের দোকানদারগণ জানান, তারা পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সমলাকে উদ্ধার করে সখিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সমলা পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সখিপুর থানায় একটি মারপিট মামলা দায়ের করেন।
এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, পারবিনের মরিচ ভাঙানোর মিল পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে আশেপাশের দোকানদার ও শিক্ষার্থীরা নানানভাবে ভুগছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন। নির্বাহী অফিসার মিলটিতে গ্লাস লাগানোর নির্দেশ দিলেও তা অমান্য করে খোলা রাখা হয় বলে জানান এলাকাবাসী।
ভুক্তভোগী সমলা ন্যায়বিচার দাবি করে বলেন—
“আমি চাই, যেন আর কোনো মানুষকে এভাবে নির্দয়ভাবে মারধর করতে না পারে। পারবিন প্রায়ই মিলকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ বাধায়।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীর শাস্তি দাবি করেছেন।















