টাঙ্গাইল ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন। মফিদুল সভাপতি, শফিক সম্পাদক কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন ¡¡ মালিকের মাথায় হাত কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো | বেনজির টিটো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।” বেনজির টিটো বিএনপি দখল ও চাঁদাবাজির দায় নেবে না: বেনজির টিটো শহীদ জিয়ার আদর্শের দল বি এন পি কালিহাতীতে কারো নামে চলতে পারে না। কালিহাতীতে ৯টি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট উত্তোলনে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

ড্রাফট শেষে যেমন হল সিপিএলের ছয় দল

মো: নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৩ জুলাই ২০২২
  • / ৮৮ বার পড়া হয়েছে

সম্পন্ন হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২২ এর প্লেয়ার ড্রাফট। চূড়ান্ত হয়েছে ৬ দলের স্কোয়াড। ড্রাফটে শাই হোপ গায়ানা অ্যযামাজন ওয়ারিয়র্সে গেছেন। সেন্ট লুসিয়া কিংস থেকে বার্বাডোস রয়্যালসে গেছেন রাখিম কর্নওয়াল।

ত্রিনবাগো নাইট রাইডার্সে একসঙ্গে খেলবেন কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও নিকোলাস পুরান। বিদেশিদের মধ্যে আছেন কলিন মুনরো, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, সেকুগে প্রসন্নের মত ক্রিকেটাররা।

জ্যামাইকাতে খেলবেন রভম্যান পাওয়েল, স্বন্দ্বীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মাদ আমিরের মত ক্রিকেটাররা। এছাড়া ফাফ ডু প্লেসিস, টিম ডেভিড, রস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, ডেভিড ভিসাদের নিয়ে দল গড়েছে সেন্ট লুসিয়া।
এক নজরে ড্রাফট শেষে সিপিএলের ৬ দল যেমন হল-

জ্যামাইকা তালাওয়াস : রভম্যান পাওয়েল, স্বন্দ্বীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, ব্রেন্ডন কিং, কেনার লুইস, মোহাম্মদ আমির, শামার ব্রুকস, মিগুয়েল প্রিটোরিয়াস, ক্রিস গ্রিন, রেইমন রেইফার, জেমি মার্চেন্ট, আমিন জাঙ্গু, শামার স্প্রিঙ্গার, নিকোলাস গর্ডন, কার্ক ম্যাকেঞ্জি ও জশুয়া জেমস।

সেন্ট লুসিয়া কিংস : ফাফ ডু প্লেসিস, টিম ডেভিড, রস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, ডেভিড ভিসা, আলঝারি জোসেফ, স্কট কুগেলেইন, মার্ক দেয়াল, জেভর রয়্যাল, ম্যাথু ফোর্ড, লেরয় লুগ, প্রিস্টন ম্যাকসুইন, ল্যারি এডওয়ার্ডস, আকিম অগাস্টে ও রিভালদো ক্লার্ক।

ত্রিনবাগো নাইট রাইডার্স : কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, নিকোলাস পুরান, কলিন মুনরো, আকিল হোসেন, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, সেকুগে প্রসন্ন, জেইডেন সিলস, আলি খান, টিওন ওয়েবস্টার, ক্যারি পিয়েরে, অ্যান্ডারসন ফিলিপ, ট্রেন্স হিন্ডস, লিওনার্দো জুলিয়েন, শ্যারন লুইস।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস : ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শেরফানে রাদারফোর্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, ডেওয়াল্ড ব্রেভিস, ইজহারুলহক নাভিদ, জশু ডা সিলভা, জন রুস জাজ্ঞেসার, কেচি কার্টি, কেলভিন পিটম্যান ও জেডেন কারমাইকেল।

বার্বাডোস রয়্যালস : কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, ডেভিড মিলার, মুজিব উর রহমান, ওবেদ ম্যাকয়, কাইল মায়ের্স, আজম খান, হেইডেন ওয়ালশ জুনিয়র, ওশানে থমাস, রাখিম কর্নওয়াল, ডেভন থমাস, জশুয়া বিশপ, জাস্টিন গ্রিভস, কবিন বোশ, নাইম ইয়াং, টেডি বিশপ ও রেমন সিমন্ডস।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স : ইমরান তাহির, শিমরন হেটমেয়ার, তাব্রাইজ শামসি, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, কলিন ইনগ্রাম, চন্দরপাল হেমরাজ, শাই হোপ, পল স্টারলিং, হেইনরিখ ক্লাসেন, কিমো পল, জার্মেইন ব্ল্যাকউড, গুদাকেশ মতি, ভেরেসামি পেরমল, রন্সফর্ড বিটন, ম্যাথু নান্দু ও জুনিয়র সিনক্লেয়ার। – ক্রিকফ্রেঞ্জি, সম্পাদনা : এল আর বাদল

নিউজটি শেয়ার করুন

ড্রাফট শেষে যেমন হল সিপিএলের ছয় দল

প্রকাশিত : বুধবার, ১৩ জুলাই ২০২২

সম্পন্ন হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২২ এর প্লেয়ার ড্রাফট। চূড়ান্ত হয়েছে ৬ দলের স্কোয়াড। ড্রাফটে শাই হোপ গায়ানা অ্যযামাজন ওয়ারিয়র্সে গেছেন। সেন্ট লুসিয়া কিংস থেকে বার্বাডোস রয়্যালসে গেছেন রাখিম কর্নওয়াল।

ত্রিনবাগো নাইট রাইডার্সে একসঙ্গে খেলবেন কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও নিকোলাস পুরান। বিদেশিদের মধ্যে আছেন কলিন মুনরো, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, সেকুগে প্রসন্নের মত ক্রিকেটাররা।

জ্যামাইকাতে খেলবেন রভম্যান পাওয়েল, স্বন্দ্বীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মাদ আমিরের মত ক্রিকেটাররা। এছাড়া ফাফ ডু প্লেসিস, টিম ডেভিড, রস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, ডেভিড ভিসাদের নিয়ে দল গড়েছে সেন্ট লুসিয়া।
এক নজরে ড্রাফট শেষে সিপিএলের ৬ দল যেমন হল-

জ্যামাইকা তালাওয়াস : রভম্যান পাওয়েল, স্বন্দ্বীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, ব্রেন্ডন কিং, কেনার লুইস, মোহাম্মদ আমির, শামার ব্রুকস, মিগুয়েল প্রিটোরিয়াস, ক্রিস গ্রিন, রেইমন রেইফার, জেমি মার্চেন্ট, আমিন জাঙ্গু, শামার স্প্রিঙ্গার, নিকোলাস গর্ডন, কার্ক ম্যাকেঞ্জি ও জশুয়া জেমস।

সেন্ট লুসিয়া কিংস : ফাফ ডু প্লেসিস, টিম ডেভিড, রস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, ডেভিড ভিসা, আলঝারি জোসেফ, স্কট কুগেলেইন, মার্ক দেয়াল, জেভর রয়্যাল, ম্যাথু ফোর্ড, লেরয় লুগ, প্রিস্টন ম্যাকসুইন, ল্যারি এডওয়ার্ডস, আকিম অগাস্টে ও রিভালদো ক্লার্ক।

ত্রিনবাগো নাইট রাইডার্স : কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, নিকোলাস পুরান, কলিন মুনরো, আকিল হোসেন, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, সেকুগে প্রসন্ন, জেইডেন সিলস, আলি খান, টিওন ওয়েবস্টার, ক্যারি পিয়েরে, অ্যান্ডারসন ফিলিপ, ট্রেন্স হিন্ডস, লিওনার্দো জুলিয়েন, শ্যারন লুইস।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস : ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শেরফানে রাদারফোর্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, ডেওয়াল্ড ব্রেভিস, ইজহারুলহক নাভিদ, জশু ডা সিলভা, জন রুস জাজ্ঞেসার, কেচি কার্টি, কেলভিন পিটম্যান ও জেডেন কারমাইকেল।

বার্বাডোস রয়্যালস : কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, ডেভিড মিলার, মুজিব উর রহমান, ওবেদ ম্যাকয়, কাইল মায়ের্স, আজম খান, হেইডেন ওয়ালশ জুনিয়র, ওশানে থমাস, রাখিম কর্নওয়াল, ডেভন থমাস, জশুয়া বিশপ, জাস্টিন গ্রিভস, কবিন বোশ, নাইম ইয়াং, টেডি বিশপ ও রেমন সিমন্ডস।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স : ইমরান তাহির, শিমরন হেটমেয়ার, তাব্রাইজ শামসি, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, কলিন ইনগ্রাম, চন্দরপাল হেমরাজ, শাই হোপ, পল স্টারলিং, হেইনরিখ ক্লাসেন, কিমো পল, জার্মেইন ব্ল্যাকউড, গুদাকেশ মতি, ভেরেসামি পেরমল, রন্সফর্ড বিটন, ম্যাথু নান্দু ও জুনিয়র সিনক্লেয়ার। – ক্রিকফ্রেঞ্জি, সম্পাদনা : এল আর বাদল