টাঙ্গাইল ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন। মফিদুল সভাপতি, শফিক সম্পাদক কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন ¡¡ মালিকের মাথায় হাত কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো | বেনজির টিটো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।” বেনজির টিটো বিএনপি দখল ও চাঁদাবাজির দায় নেবে না: বেনজির টিটো শহীদ জিয়ার আদর্শের দল বি এন পি কালিহাতীতে কারো নামে চলতে পারে না। কালিহাতীতে ৯টি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট উত্তোলনে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

রিকশা চালিয়ে এক বছর পর খুঁজে পেলেন দুই মেয়েকে

মো: নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৬ জুলাই ২০২২
  • / ৮৬ বার পড়া হয়েছে

অবশেষে প্রায় এক বছর পর মেয়েদের মুখ দেখেছেন রিকশাচালক ইদ্রিস আলী। সন্তানদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দিনাজপুরের এই কৃষক। দিনাজপুর থেকে নারায়ণগঞ্জের অলিগলিতে রিকশাচালক বেশে দুই মেয়ের সন্ধান করছিলেন তিনি।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এক সংবাদ সম্মেলনে বাবা ও সন্তানদের দেখা হয়। তার আগে বিকালে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে ইদ্রিসের বড় মেয়ে ইতি আক্তার (৯) ও মীম-কে (৫) উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। তারা সেখানে তাদের নানির বাসায় ছিল। থানার মিলনায়তনে ইদ্রিস যখন দুই মেয়েকে জড়িয়ে ধরে বিলাপ করছিলেন, তার ছোট মেয়ে তখন বাবার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল। বাবার মুখ মনে করতে পারছিল না ছোট্ট মীম। তবে বাবাকে কাছে পেয়ে ছলছল চোখে নির্বাক দাঁড়িয়েছিল ইতি। তবে এখনি আদরের সন্তানদের কাছে পাচ্ছেন না ইদ্রিস। নিয়ম অনুযায়ী আদালত মেয়েদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান জানান, ইদ্রিসের দুই মেয়েকে খুঁজে পাওয়া গেছে। মেয়ে দুজন তাদের নানির কাছে ছিল। তাদের মা শাহনাজ বেগম এক বছর আগে দুই মেয়েসহ বাড়ি থেকে পালিয়ে এসে সৌদি আরব চলে যায়। বিদেশ যাওয়ার আগে ইদ্রিস ও শাহনাজের বিবাহ বিচ্ছেদ হয়েছে। শিশু দুইটিকে তার মা নানির কাছে রেখে গেছে। তার নানি পোশাক কারখানায় কাজ করে। দিনাজপুর থেকে ইদ্রিস নারায়ণগঞ্জের অলিগলিতে রিকশা চালিয়ে তার মেয়েদের খোঁজ করছিল। ফতুল্লা থানায় সাধারণ ডায়েরিও করে।

তিনি জানান, আমরা বেশ কিছু সংবাদমাধ্যমে এই ঘটনা জানতে পারি আমরা তাদের খোঁজ করতে নানামুখী চেষ্টা শুরু করি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আমরা একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে ওই শিশুর দুই নানির সাথে যোগাযোগ স্থাপন করি। পরে আমরা নানা কৌশলে কথা বলে ঠিকানা সংগ্রহ করি। বিকালে তাদের সেখান থেকে থানায় আনা হয়েছে। আমরা মেয়ে দুজনকে আদালতে পাঠাব। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

দুই মেয়েকে ফিরে পেয়ে ইদ্রিস বলেন, ‘দুই মেয়েগো কাছে পেয়ে অনেকে শান্তি লাগতাছে। যারা আমারে সহযোগিতা করেছেন, তাদের অনেক ধন্যবাদ। আমি আমার মেয়েগো দেখছি- এর চেয়ে বড় পাওয়া আমার আরও কিছু নাই।’

ইদ্রিসের শাশুড়ি আকলিমা বলেন, গত বছর ইদ্রিসের সাথে আমার মেয়ের বিদেশ যাওয়া নিয়া দ্বন্দ্ব হয়। পরে আমার মেয়ে দেশের দিনাজপুর থেকে গাজীপুর গিয়ে গার্মেন্টে চাকরি নেয়। এর কয়েক মাস আগে আমার এখানে নারায়ণগঞ্জের মুসলিম নগরে আসে। এখানেও গার্মেন্টেসে কাজ করে। ২ মাস আগে সে বিদেশে গেছে। তখন ইতি আর মীমকে আমার কাছে দিয়ে যায়। আমি তাদের স্কুলে ভর্তি করেছি। ওরা বড় হলে যদি বাপের কাছে যেতে চায়, আমরা দিয়ে দেব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রিকশা চালিয়ে এক বছর পর খুঁজে পেলেন দুই মেয়েকে

প্রকাশিত : বুধবার, ৬ জুলাই ২০২২

অবশেষে প্রায় এক বছর পর মেয়েদের মুখ দেখেছেন রিকশাচালক ইদ্রিস আলী। সন্তানদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দিনাজপুরের এই কৃষক। দিনাজপুর থেকে নারায়ণগঞ্জের অলিগলিতে রিকশাচালক বেশে দুই মেয়ের সন্ধান করছিলেন তিনি।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এক সংবাদ সম্মেলনে বাবা ও সন্তানদের দেখা হয়। তার আগে বিকালে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে ইদ্রিসের বড় মেয়ে ইতি আক্তার (৯) ও মীম-কে (৫) উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। তারা সেখানে তাদের নানির বাসায় ছিল। থানার মিলনায়তনে ইদ্রিস যখন দুই মেয়েকে জড়িয়ে ধরে বিলাপ করছিলেন, তার ছোট মেয়ে তখন বাবার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল। বাবার মুখ মনে করতে পারছিল না ছোট্ট মীম। তবে বাবাকে কাছে পেয়ে ছলছল চোখে নির্বাক দাঁড়িয়েছিল ইতি। তবে এখনি আদরের সন্তানদের কাছে পাচ্ছেন না ইদ্রিস। নিয়ম অনুযায়ী আদালত মেয়েদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান জানান, ইদ্রিসের দুই মেয়েকে খুঁজে পাওয়া গেছে। মেয়ে দুজন তাদের নানির কাছে ছিল। তাদের মা শাহনাজ বেগম এক বছর আগে দুই মেয়েসহ বাড়ি থেকে পালিয়ে এসে সৌদি আরব চলে যায়। বিদেশ যাওয়ার আগে ইদ্রিস ও শাহনাজের বিবাহ বিচ্ছেদ হয়েছে। শিশু দুইটিকে তার মা নানির কাছে রেখে গেছে। তার নানি পোশাক কারখানায় কাজ করে। দিনাজপুর থেকে ইদ্রিস নারায়ণগঞ্জের অলিগলিতে রিকশা চালিয়ে তার মেয়েদের খোঁজ করছিল। ফতুল্লা থানায় সাধারণ ডায়েরিও করে।

তিনি জানান, আমরা বেশ কিছু সংবাদমাধ্যমে এই ঘটনা জানতে পারি আমরা তাদের খোঁজ করতে নানামুখী চেষ্টা শুরু করি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আমরা একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে ওই শিশুর দুই নানির সাথে যোগাযোগ স্থাপন করি। পরে আমরা নানা কৌশলে কথা বলে ঠিকানা সংগ্রহ করি। বিকালে তাদের সেখান থেকে থানায় আনা হয়েছে। আমরা মেয়ে দুজনকে আদালতে পাঠাব। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

দুই মেয়েকে ফিরে পেয়ে ইদ্রিস বলেন, ‘দুই মেয়েগো কাছে পেয়ে অনেকে শান্তি লাগতাছে। যারা আমারে সহযোগিতা করেছেন, তাদের অনেক ধন্যবাদ। আমি আমার মেয়েগো দেখছি- এর চেয়ে বড় পাওয়া আমার আরও কিছু নাই।’

ইদ্রিসের শাশুড়ি আকলিমা বলেন, গত বছর ইদ্রিসের সাথে আমার মেয়ের বিদেশ যাওয়া নিয়া দ্বন্দ্ব হয়। পরে আমার মেয়ে দেশের দিনাজপুর থেকে গাজীপুর গিয়ে গার্মেন্টে চাকরি নেয়। এর কয়েক মাস আগে আমার এখানে নারায়ণগঞ্জের মুসলিম নগরে আসে। এখানেও গার্মেন্টেসে কাজ করে। ২ মাস আগে সে বিদেশে গেছে। তখন ইতি আর মীমকে আমার কাছে দিয়ে যায়। আমি তাদের স্কুলে ভর্তি করেছি। ওরা বড় হলে যদি বাপের কাছে যেতে চায়, আমরা দিয়ে দেব।