নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
- প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৮১ বার পড়া হয়েছে
নওগাঁয় বিল থেকে এক
যুবকের মরদেহ উদ্ধার
গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার কসব ইউনিয়নের খৈরাল বিল থেকে শাহীনুল ইসলাম মন্ডল (৪২) নামে এক যুবককের মরদেহ উদ্ধার করা হয়।
শাহীনুল ইসলাম মন্ডল বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর এলাকার আবুল হোসেনের ছেলে বলে পুলিশ জানায়।
স্থানীয় লোকজন জানায়, এদিন সকালে বোরো ধান রোপণের জমি প্রস্তুত করতে মাঠে গিয়ে কৃষকরা বিলের মধ্যে এ মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানায়।খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।মরদেহের শরীরের একাধিক স্থানে বিদ্যুৎ স্পর্শের ক্ষতের চিহ্ন ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের অদুরেই বিদ্যুৎ চালিত গভীর নলকূপের একটি ট্রান্সফরমার পড়েছিল। স্থানীয়দের ধারণা গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হয়েছে।মরদেহের পরিচয় নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন,ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।














