কালিহাতী থেকে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া
- প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
কালিহাতী থেকে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া।
দেবাশীষ কর্মকার স্টাফ রিপোর্টার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া। ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম-এর নিকট তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া বলেন, সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চান। কালিহাতীর মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন বলেও জানান তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।















