টাঙ্গাইলে জেঁকে বসেছে শীত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ
- প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৭০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে জেঁকে বসেছে শীত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ
টাঙ্গাইল জেলায় শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে সকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে স্বাভাবিক জীবনযাত্রায় দেখা দিয়েছে চরম ভোগান্তি।
গত কয়েকদিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও পথচারীরা। অনেকেই কাজের অভাবে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন।
শীত থেকে বাঁচতে নিম্নআয়ের মানুষরা খড়কুটো, কাঠ ও পুরোনো কাপড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। জেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় সকাল-সন্ধ্যা জ্বালানো হচ্ছে আগুন। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ নানা শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে।
এদিকে শীতের কারণে টাঙ্গাইলের সবজি চাষে কিছুটা সুফল মিললেও পরিবহন ও বাজারজাতকরণে সমস্যা দেখা দিয়েছে।
ঘন কুয়াশার কারণে ভোরবেলা যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ফলে পণ্য পরিবহনে বিলম্ব ঘটছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং কুয়াশা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।















