কালিহাতীতে কালভার্ট এর অ্যাপ্রোচ সড়ক ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে জনসাধারণ
- প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১২৯ বার পড়া হয়েছে
কালিহাতীতে কালভার্ট এর অ্যাপ্রোচ সড়ক ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে জনসাধারণ|
টাঙ্গাইলের কালিহাতীর ধানগড়া কালভার্ট এর
অ্যাপ্রোচ পাকা রাস্তা ধসে কালিহাতী – রতনগঞ্জ- সখিপুর রাস্তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে অন্তত ১০-১৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দেখা মিলে ধানগড়া বাংলা বাজার থেকে রতনগঞ্জ রাস্তার কালভার্ট এর এক পাশের অ্যাপ্রোচ রাস্তার এই ধসের ঘটনা। এতে করে বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, কালিহাতী ও সখিপুর উপজেলার সীমান্ত এলাকা এই দুই উপজেলার মানুষের চলাচলের রাস্তা। ধানগড়া, লস্করপুর, আওলাতৈল, চালা সরাই, নোহালি চালা কাকড়াজান, বড়সড়াই, মরিচা, নালিয়াচালা, গায়েন চালা, খালুয়াবাড়ি,
নাগবাড়ী ইউনিয়ন পরিষদ ও উপ-স্বাস্থ্য কেন্দ্র, রতনগঞ্জ হাট বাজার, নাগ বাড়ি হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়,ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা করার সময় কালভার্টের দুই পাশে নরমাল কাজ করার ফলে
মাটি ধসে গিয়ে কালভার্টের অ্যাপ্রোচ ভেঙে পড়ে। ফলে ধানগড়া ও রতনগঞ্জের অন্তত ১০-১৫ গ্রামের মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় শরিফ সহ একাধিক ব্যক্তিরা
অভিযোগ করে বলেন, রাস্তা এবং কালভার্ট নির্মাণের পর থেকেই গ্রামীণ এই ছোট্ট রাস্তা দিয়ে ঘর বাড়ি নির্মাণের জন্য মালামাল নিয়ে বারি যানবাহন চলাচলের কারণে কালভার্টের এক পাশের মাটি ধসে যায় যার ফলে সাধারণ মানুষও পায়ে হেঁটে চলাচল করতে পারছে না।
কালিহাতী উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন এবিষয়ে বলেন, আমি লোক পাঠাচ্ছি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিবো।















