ধর্ম যার যার উৎসব সবার ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা | ATV
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১২৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীর বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা | শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজকে উজ্জয়নী মহিলা সংঘের এই ঐতিহ্যবাহী দশম বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি গত ১০ বছর ধরে ঐতিহ্যবাহী এই মগরা জনপদে নারীদের উদ্যোগে নারীদের আয়োজনে নারীদের অর্থায়নে নারীদের শ্রমে এই পূজা মন্ডপ সুন্দর সাজে সেজেছে এবং আমাদের মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে নিজেরাই কিন্তু এই পূজার আয়োজন করে যাচ্ছে বছরের পর বছর। মহাষ্টমীতে আজকে সবারই বাড়িতে অনেক কাজ। এরই মধ্যে আমি আবার এসে তাদেরকে অনেক বিরক্ত করছি। তারপরেও আমি সীমাদিকে ধন্যবাদ দিব। শিপ্রাদিকে ধন্যবাদ দিব। বেবি আছে। আমার সব দিদিরা এখানে উপস্থিত। বৌদিরা উপস্থিত। সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সাহসের সাথে আপনারা নিজেদের শ্রম এবং অধ্যবসায়ের সাথে এত সুন্দর একটি আয়োজন এত বছর থেকে করে যাচ্ছেন আমি উজ্জয়নী মহিলা সংঘের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আপনাদের সাথে অতীতের বছরগুলোতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব এবং বর্তমানে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা ধর্মীয় সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি যার যার ধর্ম স্বাধীনভাবে স্বচ্ছভাবে সাহসের সাথে যাতে আমরা করতে পারি সেই দায়িত্ব আমাদের সকলের সবাই বলেন ধর্ম যার যার উৎসব সবার ঠিক একই সাথে আমরা যেন সকলের মিলে এই উৎসবে শরিক হতে পারি হাত বাড়িয়ে দিতে পারি সহায়তার এবং হাত বাড়িয়ে দিতে পারি সহমর্মিতার সে আশা আমি ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উজ্জয়নী মহিলা সংঘকে আবারো ধন্য ধন্যবাদ সবার হাতে আজকে শারদীয় উপহার সবাই একসাথে একই শাড়ি পড়বো এবং এত চমৎকার সব শাড়িগুলি সবার হাতে তুলে দিতে পেরে আমি সত্যি আনন্দিত আমি প্রথমে সীমাকর্মকার একজন খ্যাতনামা শিক্ষিকা এবং মগরার গর্ব আমি বলব তার সাহসিকতা তার বাগমিতা এবং তার নেতৃত্ব সত্যিই প্রশংসনীয় আমি তার হাতে প্রথমে শাড়িটি তুলে দিয়ে আমার উপহার বিতরণের সূচনা করছি।















