টাঙ্গাইলের কালিহাতীর বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা | ATV
- প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীর বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ গুরলেন বিএনপি নেতা
অদ্য ২৯-০৯-২০২৫ রোজ সোমবার অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন, দুগা’পুর ইউনিয়ন ও নারিন্দা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুগা’ পুজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। সবাইকে বি এন পির চেয়ারপারসন, দেশমাতা,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা জানান।
তিনি বলেন বি এন পির প্রতিস্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধম’নিরপেক্ষতা পরিবর্তন করে সকল ধমে’র অনুসারীরা যাতে সাচ্ছন্দ্যে ধম’পালন করতে পারেন সে ব্যাবস্থা করেন। ডা: শাহ আলম তালুকদার বলেন, ” ধম’ যার যার, দেশ সবার “। এ দেশে সংখ্যাগুরু বা সংখ্যা লগু বলতে কিছু নেই এবং থাকবেওনা। এ দেশ সবার, সকল জনগোষ্ঠীর। সকল ধমে’র অনুসারীরা যাতে করে নিদ্ধি’দায় পালন করতে পারে এজন্য সবাই কে একে অপরের সম্পুরক হয়ে কাজ করতে হবে। তিনি বিশ্বাস করেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পারবে সবাই কে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও দূবৃত্তপরায়নমুক্ত বাংলাদেশ গড়তে যে থাকবেনা কোন অসুর, লুন্ঠন হবেনা কারো সম্পদ।
সাথে ছিলেন বিএনপির নিবা’হী কমিটির সন্মানিত সদস্য জনাব লুতফর রহমান মতিন, শাজাহান সিরাজ কলেজের সহ: অধ্যাপক এ,কে,আ: আউয়াল, বি এন পির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান, দুগা’পুর ইউনিয়ন, জনাব মো: শামসুজ্জামান তালুকদার (বাবর তালুকদার), বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও নারিন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মহর আলী, জনাব মাকদুম মাস্টার, জনাব হায়দার আলী, জনাব আবু তালেব, জনাব মকবুল হোসেন, জনাব আ: হালিম মাস্টার, জনাব মুসা ডাক্তার, জনাব,মো: ইউসুফ আলী ও কালিহাতী উপজেলার বিএনপি,পৌর বি এন পি, এলেংগা পৌর বি এন পি ও অংগসংঠনের নেতৃবৃন্দ















