কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গা-পূজা ২০২৫ খ্রি. উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। ATV Bangla News
- প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৪ বার পড়া হয়েছে
কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গা-পূজা ২০২৫ খ্রি. উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী থানা কর্তৃক আয়োজিত ২০/৯/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় কালিহাতী থানা প্রাঙ্গনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় কালিহাতী থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) টাঙ্গাইল জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল ইসলাম, নির্বাহী অফিসার কালিহাতী উপজেলা টাঙ্গাইল। আব্দুল্লাহ আল ইমরান, সহকারি পুলিশ সুপার (অতিরিক্ত) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কালিহাতী সার্কেল টাঙ্গাইল। লেফটেন্যান্ট মোঃ ইশতিয়াক হোসেন নাসিফ, ক্যাম্প কমান্ডার কালিহাতী আর্মি ক্যাম্প টাঙ্গাইল। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) সে সময় আর উপস্থিত ছিলেন কালিহাতীত উপজেলা পূজা উদযাপন ফন্ট এর কালিহাতী উপজেলা আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক, আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার সাংবাদিকবৃন্দ, সহ ১৭০ টি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।















