কালিহাতীতে উপজেলা মিডিয়া আইটি সেন্টার এর সমাপনী ও প্রশিক্ষণ সনদ বিতরণ।
- প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে
কালিহাতীতে উপজেলা মিডিয়া আইটি সেন্টার এর সমাপনী ও প্রশিক্ষণ সনদ বিতরণ।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
দক্ষ ও বেকার মুক্ত কালিহাতী গড়তে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মিডিয়া আইটি সেন্টার এর আয়োজনে ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় উপজেলা আইটি সেন্টার হলরুমে তথ্য ও যোগাযোগ বিভাগের অর্থায়নে কালিহাতী উপজেলার বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষনের সমাপনী ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মিডিয়া অ্যান্ড আইটি সেন্টার এর প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাহাদাত হুসেইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিহাতী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহাদাত হুসেইন বলেন এই আইটি সেন্টারে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ ও আগামীতে যাতে করে এই প্রতিষ্ঠানটি বহুদূর পর্যন্ত এগিয়ে যায় তার জন্য শুভেচ্ছা ও শুভকামনা ও এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে কালিহাতী উপজেলা মিডিয়া এন্ড আইটি সেন্টার এর প্রশিক্ষণরত যুব ও যুব নারীদের মাঝে সনদ বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।















