কালিহাতীতে অহিংসার বাণী ছড়াচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ।
- প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১০ বার পড়া হয়েছে
কালিহাতীতে অহিংসার বাণী ছড়াচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি ভেদী টান হলে তায় দেখবি ভগবান। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই অমর বাণীর মর্মালকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বছর বছর ধরে অহিংসা ও মানবতার আলো ছড়িয়ে যাচ্ছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরে নির্মিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম সৎসঙ্গ বাংলাদেশ। কালিহাতীতে এই সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা হয় সম্ভাব্য ১৯৯৭ সালে। মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলেই তার যথার্থ কল্যাণ সাধন সম্ভব। এই অনুভব থেকেই আর আশৈশব মাতৃভক্ত এবং মানবপ্রেমিক অনুকূল চন্দ্রের জীবনে সৎসঙ্গ আশ্রমের সূত্রপাত। ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেন ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে, তার পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবী। ১৮৯৩ সালে তিনি হেমায়েতপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন ১৮৯৮ সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন পরে ২৪ পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে ১৯০৫ সাল পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে ডিগ্রী অর্জন করেন। ১৯২৫ সালে তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। ঠাকুর অনুকূল চন্দ্রের মা মনমোহিনী দেবী হয়েছিলেন সৎসঙ্গ পরিষদের প্রথম সভাপতি। তারি ধারাবাহিকতায় আজও টাঙ্গাইলের কালিহাতীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে সৎসঙ্গ আশ্রমে তার ভক্তবৃন্দ গণ ঠাকুরের জীবন আলেখ্য জীবন দর্শন তার সত্য বাণী নিয়ে সকাল থেকে সারাদিনব্যাপী পূজা পার্বণ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিণতি প্রার্থনা বিভিন্ন সঙ্গীত শিল্পী দ্বারা সঙ্গীতাঞ্জলি ঠাকুরের জীবনের উপর আলোচনা ও মাঙ্গলিক ১৩৮ টি ঘৃত প্রদীপ প্রজ্বলন ও মহাভারত পাঠ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সারা ভাদ্র মাসব্যাপী এই অনুষ্ঠান চলমান থাকবে যা ভাদ্র পরিক্রমা নামে পরিচিত। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কালিহাতী সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক প্রদীপ কুমার নাথ তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত থাকেন দূর দূরান্ত থেকে আশা সকল ভক্ত বৃন্দগন।















