গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালিহাতীতে মানববন্ধন
- প্রকাশিত : শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালিহাতীতে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
শনিবার বেলা সাড়ে ১২ টায় কালিহাতী প্রেসক্লাব ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কালিহাতী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহাম্মেদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, সাধারণ সম্পাদক মনির হোসেন,সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান শেলি, প্রেসক্লাবের সদস্য ফরিদ আহম্মেদ আব্বাসী, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকার, সদস্য নাহিদ খান প্রমুখ।
মো:নাহিদ খান
কালিহাতী(টাঙ্গাইল)
০১৭১৪৯১৮২৫৫
০৯-০৮-২৫ ইং















