শিক্ষক এবং জনগনের মাঝে ব্যপক সাড়া ফেলেছে । জনাব বাদল খান স্কুলের প্রধান শিক্ষক, ও অনান্য শিক্ষকদের সাথে মত বিনিময় করেন ও ৩১ দফার তাত্পর্য তুলে ধরেন
- প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৩৯৩ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারনায় মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।
টাঙ্গাইলের কালিহাতি এলেংগা বাসস্ট্যান্ড ও এলেংগা বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা র প্রচাট প্রচারণা ও লিফলেট বিতরণ করলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।
অতান্ত অভিনব ও কৌশলী পদ্ধতিতে প্রচার প্রচারণা শুরু করেছেন। লিফলেটের সাথে লাকী ড্র কূপন সংযোজন করা হয়েছে ও ৫ টি পুরস্কার দেয়া হবে।
প্রথম পুরস্কার: মোটর সাইকেল ১ টি
দ্বিতীয় পুরস্কার : টেলিভিশন ১ টি
তৃতীয় পুরস্কার : মোবাইল ফোন ১টি
চতুর্থ পুরস্কার : রাইস কুকার ১ টি
পঞ্চম পুরস্কার : ব্লেন্ডার ১ টি
আজ মংগলবার এলেংগা সরকারি স্কুলের শিক্ষক ও ছাত্রদের মাঝে ব্যাপক কৌতুহল লক্ষ্য করা যায় এবং ছাত্র শিক্ষক এবং জনগনের মাঝে ব্যপক সাড়া ফেলেছে । জনাব বাদল খান স্কুলের প্রধান শিক্ষক, ও অনান্য শিক্ষকদের সাথে মত বিনিময় করেন ও ৩১ দফার তাত্পর্য তুলে ধরেন
প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন আমরা আবাল- বৃদ্ধ – বনিতা সকল শ্রেনীর মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দৈা পৌঁছে দিতে চাই।
লিফলেট বিতরণের বাদল খানের সাথে অংশ গ্রহন করেছেন এলেংগা পৌরসভার সাবেক মেয়র জ্বনাব সাফি খান সহ বিএনপি , মহিলা দল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দ।















