কালিহাতী কলেজের সাবেক প্রয়াত অধ্যক্ষ মনসরুর রহমান এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
- প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৩৬৮ বার পড়া হয়েছে
কালিহাতী কলেজের সাবেক প্রয়াত অধ্যক্ষ মনসরুর রহমান এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী কলেজের আয়োজনে ২৬ জুলাই শনিবার বিকেল ৪ ঘটিকায় রাবেয়া সিরাজ একাডেমিক ভবন হল রুমে প্রয়াত সাবেক অধ্যক্ষ মনসুরুর রহমান এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্বরণসভায় কালিহাতী কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, এর সভাপতিত্বে ও তারিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মনসুরুর রহমানের সহধর্মিনী জনাব সালেহা খান, আরো স্মৃতিচারণ করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক এমপি ও মন্ত্রী শাজাহান সিরাজের সুযোগ্য কন্যা কালিহাতী শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি সারোওয়াত সিরাজ (শুক্লা) প্রাক্তন কলেজ শিক্ষক লাল মিয়া, প্রাক্তন কলেজ শিক্ষক দৈনিক ইন্তিজার পত্রিকার সম্পাদক এ:বি:এম আব্দুল হাই মিঞা, গোপাল চন্দ্র সাহা, আব্দুল হালিম, জহুরুল হক বাদল মাহমুদ, কলেজ শিক্ষক শরিফুল ইসলাম, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সাদিকুল ইসলাম, প্রাক্তন ছাত্রনেতা হাবিবুর রহমান ঠান্ডু, কলেজ কর্মচারী খাদেমুল ইসলাম স্মৃতিচারণে অনুভূতি ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ শোকাহত পরিবারের সদস্যবৃন্দ সহ অন্যান্য সুধিবৃন্দ। উল্লেখ্য গত ৬ মে মনসুরুর রহমান অসুস্থতা বোধ করলে তাকে ভর্তি করা হয় ঢাকার ল্যাবএইড হাসপাতালে সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলমান থাকা অবস্থায় ১৬ জুলাই ২০২৫ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪৭ সালে টাঙ্গাইলের সখিপুর উপজেলা কালিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত কাজী শামসুর রহমান, মাতা মৃত আমেনা খাতুন। পরে মরহুমের দুটি জানাজা শেষে নিজগ্রাম সখিপুরের কালিয়ানে সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মনসুরুর রহমান তার কর্মজীবনে ছিলেন অত্যন্ত সৎ আদর্শ ও নীতিবান অন্যায়ের সাথে আপোষহীন লেখক সাহিত্যিক একজন স্পষ্টভাষী ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। এভাবেই আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণ করছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ব্যারিস্টার সারোওয়াত সিরাজ( শুক্লা) সে সময় তিনি আরো বলেন প্রয়াত মনসুরুর রহমান স্যারের কথা তিনি তার বাবা-মায়ের কাছেই শুনেছেন ও চিনেছেন। পরে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। শেষে দোয়া মাহফিল এর মধ্য দিয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের সমাপ্ত ঘটে।















