অদম্য টাঙ্গাইল জেলার দায়িত্বশীল ও সিনিয়র সদস্যদের পুনর্মিলনী-২৫ অনুষ্ঠিত
- প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৬৬৩ বার পড়া হয়েছে
অদম্য টাঙ্গাইল জেলার দায়িত্বশীল ও সিনিয়র সদস্যদের পুনর্মিলনী-২৫ অনুষ্ঠিত
সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার টাংগাইল
“নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন”-এর অদম্য টাঙ্গাইল জেলার আয়োজনে অনুষ্ঠিত জেলার দায়িত্বশীল ও সিনিয়র আজীবন সদস্যদের পুনর্মিলনী ২০২৫।
শুক্রবার,১৮ জুলাই
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র প্রিন্স প্লাজার নুরজাহান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এই পূর্ণমিলনী তে উপস্থিত ছিলেন জেলার কোর ভলেন্টিয়ার ইবনে সাইম রানা, জেলা প্রতিনিধি ইকবাল হোসেন, মাজেদুল ইসলাম, মুকুল মিয়া, সাগরিকা ইকবাল, আবিরুল হাসান সোহেল, সরকার মমিনুল ইসলাম, খাদিজা হোসেন, মাহবুবুর রহমান, শিহাব উদ্দিন, শেখ মানিক, মামুন জেএম, রমজান আলী, রিয়াদুল হাসান রানা, মাকসুদা আক্তার ও উপজেলা প্রতিনিধি, কমিউনিটি ভলেন্টিয়ার, সিনিয়র সদস্য ও অতিথিসহ প্রায় ৮০ জন আজীবন সদস্য।
এই আয়োজনে বিশেষভাবে আলোচনা হয় জেলার উদ্যোক্তা কার্যক্রম আরও সুসংগঠিত, একতাবদ্ধ এবং কার্যকরভাবে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে।
সকল সদস্য একমত হন—জেলাকে একটি সফল “উদ্যোক্তা বান্ধব জেলা” হিসেবে গড়ে তুলতে একসাথে কাজ করার বিকল্প নেই।
উল্লেখ্য, এই আয়োজনটি ছিল মূলত পুরনো ও নতুন দায়িত্বশীলদের মাঝে সেতুবন্ধন তৈরি করা, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পথচলার রূপরেখা ঠিক করার এক মহতী উদ্যোগ।
প্রেরণায় ও উদ্যোগে:
অদম্য টাঙ্গাইল জেলা টিম
“নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন”















