চিরনিদ্রায় চলে গেলেন বরেণ্য ব্যক্তিত্ব অধ্যক্ষ মনসুরুর রহমান।
- প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৩০৩ বার পড়া হয়েছে
চিরনিদ্রায় চলে গেলেন বরেণ্য ব্যক্তিত্ব অধ্যক্ষ মনসুরুর রহমান।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চিরনিদ্রায় চলে গেলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বরেণ্য ব্যক্তিত্ব অধ্যক্ষ মনসুরুর রহমান। গত ৬ মে মনসুরুর রহমান অসুস্থতা বোধ করলে তাকে ভর্তি করা হয় ঢাকার ল্যাবএইড হাসপাতালে সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলমান অবস্থায় ১৬ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠ প্রাঙ্গনে, দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় গান্ধীনা কলেজ প্রাঙ্গনে, পরে তাকে নিজগ্রাম সখিপুরের কালিয়ান গ্রামে সামাজিক গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়। তিনি রেখে গিয়েছেন স্ত্রী পুত্র সন্তান মেয়ে নাতি পুতি সহ অসংখ্য গুনোগ্রাহী। মনসুরুর রহমান জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালে টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান গ্রামে পিতা মৃত কাজী শামসুর রহমান, মাতা মৃত আমেনা খাতুন, তিনি কর্মময় জীবনে ছিলেন অত্যন্ত সৎ আদর্শ নীতিবান দায়িত্বশীল একজন মানুষ তিনি অত্যন্ত সফলতার মধ্য দিয়ে কর্মজীবনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের সুযোগ্য রেক্টর, মধুপুর শহীদ স্মৃতি কলেজ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ, আলাউদ্দিন সিদ্দিকী কলেজ, নাগরপুর কলেজ, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং খ্যাতিমান শিক্ষাবিদ লেখক সাহিত্যিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার মৃত্যুর সংবাদের পর কালিহাতি উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া শোক প্রকাশ করেছেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ শিক্ষক/শিক্ষিকা/ ছাত্র/ ছাত্রী সহ সর্বস্তরের জনসাধারণ। শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেন।















