কালিহাতীর এলেঙ্গা রিসোর্ট থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে আটক ১০
- প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ২৫১ বার পড়া হয়েছে
কালিহাতীর এলেঙ্গা রিসোর্ট থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে আটক ১০
মো: নাহিদ খান , কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু ব্রীজ এলেঙ্গা রিসোর্ট থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ১০ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
রোববার (৩০ জুন) রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।
আটককৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার
মুলাডুলি গ্রামের মৃত আঃ করিমের ছেলে মোজাম্মেল (৫৮), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৩৫), বগুড়া জেলার বগুড়া থানার বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে কনক ইসলাম (৩০), টাঙ্গাইল সদর থানার বোয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত আবু সাঈদের মেয়ে হাফিজা ওরফে হাবিবা (২৫), একই উপজেলার অলোয়া ভবানী গ্রামের আঃ করিমের মেয়ে শিউলি (২৪), গোপালপুর উপজেলার নরিল্ল্যা গ্রামের আঃ কাদেরের মেয়ে কুলসুম (১৯), সদর উপজেলার বিশ্বাস বেতকা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সারিয়া রহমান জাকিয়া (২১), মির্জাপুর উপজেলার কুর্ণি গ্রামের মৃত কদ্দুছ খানের মেয়ে ইশা ওরফে শাহানাজ (২৭), সদর উপজেলার বটতলা গ্রামের মৃত ফজলুর রহমানের মেয়ে ফারজানা (৩২) ও যশোর জেলার মনিরামপুর থানার বাঙ্গালীপুর গ্রামের আশরাফ গাজীর মেয়ে মুক্তা (৩০)।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু ব্রীজ এলেঙ্গা রিসোর্টে রোববার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অপরাধে ৭ জন নারী ও ৩ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মানব পাচার আইন ২০১২ সনের ১২/১৩ ধারার অপরাধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ জড়িত থাকায় এবং কয়েকজনকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করায় এ মামলায় রিসোর্টের তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকেও আসামি করা হয়েছে।