কালিহাতীতে ট্রাক ও দুইটি প্রাইভেটকার সংঘর্ষ নিহত -২
- প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৯৭ বার পড়া হয়েছে
কালিহাতীতে ট্রাক ও দুইটি প্রাইভেটকার সংঘর্ষ নিহত -২
শুভ্র মজুমদার, কালিহাতী, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে একটি ট্রাক ও দুইটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মাদারগঞ্জ থেকে ১৫ টি গরুসহ একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় অপরদিক থেকে আসা দুইটি প্রাইভেটকার ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এতে প্রথম প্রাইভেটকারটি ধাক্কা খেয়ে খাঁদে পড়ে একটি গাছের সাথে আটকে যায়। ভিতরে থাকা চালক অক্ষত অবস্থায় রক্ষা পান। কিন্তু দ্বিতীয় প্রাইভেটকারটি খুব মারাত্মকভাবে স্যঘর্ষের স্বীকার হয়ে খাঁদে উল্টে পড়ে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কর্মকর্তা জানান, উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এলাকাবাসীর সহায়তায় দ্বিতীয় প্রাইভেট কারের যাত্রীদের বের করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গাড়ির চালক ও একজন যাত্রী মারা যায়। ট্রাকে থাকা ১৫ টি গরু উদ্ধার হলেও চালক কে খুঁজে পাওয়া যায়নি।