কালিহাতীতে চারান – মনটিয়া রাস্তার নির্মানধীন কাজ মানসম্মত
- প্রকাশিত : শুক্রবার, ৩১ মে ২০২৪
- / ১৮৭ বার পড়া হয়েছে
কালিহাতীতে চারান – মনটিয়া রাস্তার নির্মানধীন কাজ মানসম্মত
টাঙ্গাইল প্রতিনিধি মো: শরিফুল ইসলাম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান থেকে মনটিয়া সড়কের কাজ মানসম্মত ভাবেই হচ্ছে বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা যায়, দূর্গা এন্টারপ্রাইজ এই সড়কের কাজ করছেন।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে
আসিফুজ্জামান অপূর্ব জানান, এই সড়কের কাজে কোন ত্রুটি নেই। খুব সুন্দরভাবেই কাজ করে যাচ্ছেন দূর্গা এন্টারপ্রাইজের সকল শ্রমিকরা।
এই সড়কটি দিয়ে হাজার হাজার লোক ও গাড়ি চলাচল করে। ঝড় বৃষ্টি হলে পরে আগে খানা খন্দের সৃষ্টি হতো এই রাস্তাটির নির্মাণের মাধ্যমে সেই দুর্ভোগ কেটে যাবে এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে অনায়াসে চলাচল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
এ বিষয়ে ঠিকাদারের সহযোগী আদিল এবং ফজলুল বলেন, আমরা সঠিক মানের ম্যাটেরিয়াল দিয়ে এই রাস্তার কাজ করছি যাতে করে সহজে এ রাস্তা নষ্ট না হয় এবং সঠিকভাবে সুন্দরভাবে সবাই যেন চলাচল করতে পারে সেই পদক্ষেপে আমাদের এই কাজ। এই দুর্গা এন্টারপ্রাইজ সুন্দর একটি রাস্তা উপহার দিবে ইনশাল্লাহ।