টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক মাহিন্দ্র সংঘর্ষে দুইজন নিহত, আহত ৫
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
- / ৪৫৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক মাহিন্দ্র সংঘর্ষে দুইজন নিহত, আহত ৫
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে ট্রাক মাহিন্দ্র সংঘর্ষে দুইজন নিহত ও ৫জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে পোড়াবাড়ি স্টান্ডে এ ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। মধুপুর উপজেলার বর্নি গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম। শফিকুল পেশায় আশা এনজিওর ব্রাঞ্চের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়,মধুপুর গামী একটি ট্রাক ঘাটাইলমুখী মাহিন্দ্রাকে চাপা মারে। পথিমধ্যে মাহিন্দ্রাতে থাকা শফিকুল ইসলাম ও অপর একজন ঘটনাস্থলে মারা যায়। পরে আহত অবস্থায় ৫জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম মিয়া বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহতদেরকে উদ্বার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ও মাহিন্দ্রার ড্রাইভার কে এখনো পাওয়া যায়নি।