টাঙ্গাইল ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন। মফিদুল সভাপতি, শফিক সম্পাদক কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন ¡¡ মালিকের মাথায় হাত কালিহাতী পৌর ৪নং ওয়ার্ড বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের মালিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো | বেনজির টিটো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।” বেনজির টিটো বিএনপি দখল ও চাঁদাবাজির দায় নেবে না: বেনজির টিটো শহীদ জিয়ার আদর্শের দল বি এন পি কালিহাতীতে কারো নামে চলতে পারে না। কালিহাতীতে ৯টি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট উত্তোলনে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

সাত বছরের বালককে গিলে খেল কুমির, পেট কাটতে চায় গ্রামবাসী

মো: নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ৮৪ বার পড়া হয়েছে

চাম্বল নদী থেকে সাত বছর বয়সী এক বালককে কুমির টেনে নিয়ে গিলে ফেলেছে বলে অভিযোগ তুলেছে গ্রামবাসী। পরে ওই কুমিরকে জাল, দড়ি, লাঠি ইত্যাদি দিয়ে ধরেন স্থানীয়রা। সোমবার (১১ জুলাই) এমন ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেওপুরের রঘুনাথপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, অন্তর সিং (৭) নামে একটি ছেলেকে একটি কুমির ধরে নিয়ে গিয়েছে বলে আমরা জেনেছি। ছেলেটি নদীতে গোসল করতে নেমেছিল। সাঁতারকাটা অবস্থায় তাকে কুমিরে গিলেছে বলে খবর পেয়েছি।

স্থানীয়রা জানিয়েছেন, যাতে ছেলেটিকে কুমির চিবাতে না পারে তা নিশ্চিত করার জন্য এর চোয়ালের মধ্যে একটি বাঁশ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি এটিকে আটকে রাখে। আর তারা কুমিরের পেট কেটে বালকটিকে বের করতে উদ্বুদ্ধ হন। পরে ঊর্ধ্বতন পুলিশ এবং বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের কুমিরকে হত্যা করা থেকে বিরত রাখে।

পরিবারের দাবি, কুমিরের পেট থেকে বালকটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যত ক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, তত ক্ষণ তাঁরা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।

রঘুনাথপুর থানার ইন-চার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল বালকটি। গ্রামবাসীরা জানিয়েছেন, বালকটিকে গিলে খেয়েছে কুমির। এরপর লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন স্থানীয়রা। তার পর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাত বছরের বালককে গিলে খেল কুমির, পেট কাটতে চায় গ্রামবাসী

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

চাম্বল নদী থেকে সাত বছর বয়সী এক বালককে কুমির টেনে নিয়ে গিলে ফেলেছে বলে অভিযোগ তুলেছে গ্রামবাসী। পরে ওই কুমিরকে জাল, দড়ি, লাঠি ইত্যাদি দিয়ে ধরেন স্থানীয়রা। সোমবার (১১ জুলাই) এমন ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেওপুরের রঘুনাথপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, অন্তর সিং (৭) নামে একটি ছেলেকে একটি কুমির ধরে নিয়ে গিয়েছে বলে আমরা জেনেছি। ছেলেটি নদীতে গোসল করতে নেমেছিল। সাঁতারকাটা অবস্থায় তাকে কুমিরে গিলেছে বলে খবর পেয়েছি।

স্থানীয়রা জানিয়েছেন, যাতে ছেলেটিকে কুমির চিবাতে না পারে তা নিশ্চিত করার জন্য এর চোয়ালের মধ্যে একটি বাঁশ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি এটিকে আটকে রাখে। আর তারা কুমিরের পেট কেটে বালকটিকে বের করতে উদ্বুদ্ধ হন। পরে ঊর্ধ্বতন পুলিশ এবং বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের কুমিরকে হত্যা করা থেকে বিরত রাখে।

পরিবারের দাবি, কুমিরের পেট থেকে বালকটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যত ক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, তত ক্ষণ তাঁরা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।

রঘুনাথপুর থানার ইন-চার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল বালকটি। গ্রামবাসীরা জানিয়েছেন, বালকটিকে গিলে খেয়েছে কুমির। এরপর লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন স্থানীয়রা। তার পর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার।