সুচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রথম খেলা অনুষ্ঠিত হল
- প্রকাশিত : শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ২৭৭ বার পড়া হয়েছে
সুচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রথম খেলা অনুষ্ঠিত হল
টাঙ্গাইলের কালিহাতি পৌরসভা বনাম দুর্গাপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলার মাধ্যমে । সুচনা কালিহাতি ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও আয়োজক মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান আনুষ্ঠানিক ভাবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে।
মাঠে টুর্নামেন্টে মেনেজমেন্ট কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবলার আব্দুল মালেক, কালিহাতি কলেজের প্রফেসর আব্দিুল আওয়াল, কালিহাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক সভাপতি শেখ শফি সহ মেনেজমেন্ট কমিটির অনান্য সদস্য সাবেক ফুটবলার রা মঞ্চে উপস্হিত ছিলেন।
জনাব প্রকৌশলী বাদলু রহমান খান বলেন কালিহাতির ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য মাস ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জয় পরাজয় বড় কথা নয়। সুশৃঙ্খল ও খেলোয়ার সুলভ আচরণ করার জন্য খেলোয়ারদের প্রতি আহবান করেন।খেলা শেষে মেনেজমেন্ট কমিটির সদস্য, কালিহাতী স্কুলের সকল শিক্ষক, দুই দলের খেলোয়ার, স্বেচ্ছাসেবক ও সকল দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।















