এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর উপস্থিতি; গান ও নৃত্যে মুগ্ধ কালিহাতীবাসী।
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ৩৮ বার পড়া হয়েছে
আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী: লতিফ সিদ্দিকীর উপস্থিতি ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুগ্ধ দর্শক
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদে অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘এটিভি বাংলা নিউজ’-এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ ১৫ই জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাতে আউলিয়াবাদের অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে এক পর্যায়ে উপস্থিত হয়ে সভার জৌলুস বাড়িয়ে দেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তার উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এটিভি বাংলা নিউজের দীর্ঘ ২২ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটি এবং কালিহাতী প্রেস ক্লাব-এর সাংবাদিকবৃন্দ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং স্থানীয় সংবাদ প্রচারে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার ঐতিহ্যবাহী বাউল গান, আধুনিক বাংলা গান এবং তার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশিত দৃষ্টিনন্দন নৃত্যে মেতে ওঠে পুরো অডিটরিয়াম। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় বাউল গানের সুর আর নৃত্যের ছন্দ দর্শকদের বিমোহিত করে রাখে। উপস্থিত দর্শকরা গভীর আগ্রহ ও আনন্দের সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।
দিনব্যাপী এই আয়োজনটি এলাকাবাসী ও আগত অতিথিদের মিলনমেলায় পরিণত হয়, যা এটিভি বাংলা নিউজের ২২ বছরের যাত্রায় একটি স্মরণীয় অধ্যায় হয়ে রইল।














