কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরের আয়োজনে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালিত।
- প্রকাশিত : শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরের আয়োজনে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালিত।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্যই যুগে যুগে এই ধরাধামে আবির্ভূত হয় ঐশ্বরিক শক্তির। ১৬ আগস্ট শনিবার আজকের এই দিনে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির এর আয়োজনে সকাল ৬ টায় মঙ্গল ঘট ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সারাদিনব্যাপী ধর্মীয় উৎসবের শুভ আরম্ভ। পরে কীর্তন ও ভাগ্বতীয় আলোচনা করা হয়। ভাগবতীও আলোচনায় আলোচনা করেন কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরের পুরোহিত মধুসূদন চক্রবর্তী, শিল্পী ভট্টাচার্য, কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক রবীন্দ্রনাথ কর্মকার, অমর ধর, ওমা শীল। বেলা ১১ টায় কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির থেকে বের করা হয় একটি মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি কালিহাতী মেন মেন সড়ক প্রদক্ষিণ করে হামিদপুর বাস স্ট্যান্ড ঘুরে আবার কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরে এসে শেষ হয়। সে সময় মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কালিহাতি কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দেব কর্মকার, নিমাই রাজবংশী, প্রদীপ রাজবংশী তাপস চক্রবর্তী, সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সকল ভক্ত বৃন্দ। বেলা চারটায় শুরু হয় ধর্মীয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী সহ অন্যান্য শিল্পী বৃন্দ। পরে কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির এর সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক এটিভি বাংলা নিউজ সহ সকল সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীদের কে ধন্যবাদ জানিয়ে বলেন আজকের এই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল সক্রিয়। ভক্তবৃন্দদের উৎসাহ উদ্দীপনায় আজকের এই অনুষ্ঠান সুন্দর ও সার্থক হয়েছে। এজন্য সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠানের সকল অনুষ্ঠানিকতা।















