টাংগাইল-৪ (কালিহাতী) আসনে ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা|
- প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
টাংগাইল-৪ (কালিহাতী) আসনে ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা|
টাংগাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রে কোনো অসংগতি না পাওয়ায় এটি বৈধ হিসেবে স্বীকৃতি পায়।
মনোনয়ন বৈধ হওয়ার খবরে তার সমর্থকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে স্থানীয় পর্যায়ে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম মিয়া জানান, কালিহাতীর সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা উন্নয়ন ও যোগ্যতার পক্ষে রায় দেবেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৪ (কালিহাতী) আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরালো হয়ে উঠছে।















