টাঙ্গাইল ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
আন্ডারপাস নির্মানের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ কালিহাতীতে বন্ধু মহল ফুটবল লীগ-২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত কালিহাতীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরে কার্তিক দামোদর মাসের শুভ উদ্বোধন কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালিহাতী উপজেলা আমিন সমিতির নির্বাচনে আলাউদ্দিন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্যাদুর্গতদের পাশে টাঙ্গাইল নার্সেস ওয়েল ফেয়ার এসোসিয়েশন
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

আল-আমিন বললেন স্ত্রীকে মারধরের প্রশ্নই ওঠে না

মো: নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / ১২৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে পেসার আল আমিন হোসেন। জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও তার পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। 

এরই মাঝে এই পেসারের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির লিখিত অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় আল আমিনের স্ত্রী এ অভিযোগ দায়ের করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।

এদিকে স্ত্রীর অভিযোগ অস্বীকার করে আল-আমিন জানিয়েছেন, মারধরের প্রশ্নই ওঠে না। জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটারের দাবি, তারা ভালো আছেন।

বৃহস্পতিবার বিকেলে ইসরাত জাহান থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। আল-আমিনকে তখন মুঠোফোনে পাওয়া যায়নি। সন্ধ্যার আগে জানা যায়, মিরপুরে সস্ত্রীক হাজির হয়ে নিজেদের মীমাংসার কথা গণমাধ্যমে জানাবেন আল-আমিন। এজন্য মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীরা অপেক্ষায়ও ছিলেন।

স্ত্রীকে মারধরের বিষয়ে আল-আমিন সরাসরি বলেন, ‘মারধর করার তো প্রশ্নই ওঠে না। একসঙ্গে থাকলে তো কত কিছু নিয়েই মনোমালিন্য হয়। ও আমার কাছে দাবি করেছিল যে ওর নামে ফ্ল্যাট লিখে দিতে হবে। আমি এতে রাজি হইনি। এটা থেকেই রাগারাগি হয়েছে। তবে থানায় যাওয়ার মতো কিছু হয়নি। আমার ধারণা, প্রতিবেশি মহিলারা আর আশেপাশের লোকজন ফুঁসলিয়ে ওকে থানায় যেতে বলেছে।’

সন্তানদের থানায় নিয়ে অভিযোগ করায় আল-আমিন নিজেও বিস্মিত। এছাড়া দ্বিতীয় বিয়ে এবং যৌতুক চাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি কোনো দ্বিতীয় বিয়ে করিনি। সব ভুল বোঝাবুঝি। বান্ধবী থাকলেই কি বিয়ে নাকি? আর যৌতুক চাওয়ার তো প্রশ্নই ওঠে না। তদন্ত কর্মকর্তা এলেই সব প্রমাণ হবে। আর আমাদের মধ্যেও দ্রুতই সব ঠিক হয়ে যাবে। দেখবেন, দু-একদিনের মধ্যে ও নিজেই বলবে যে সব ঠিক আছে, আমরা ভালো আছি।’

এর আগে নারীঘটিত কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিসিবি আল-আমিনকে শাস্তি দিয়েছিল। বিপিএল চলাকালীন হোটেল রুমে নারী অতিথি নিয়ে যাওয়ায় তার শাস্তি হয়েছিল।

এছাড়া নানা সময়ে মাঠে অশোভন আচরণের কারণে ও জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটারকে শাস্তিও পেতে হয়।

নিউজটি শেয়ার করুন

আল-আমিন বললেন স্ত্রীকে মারধরের প্রশ্নই ওঠে না

প্রকাশিত : শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে পেসার আল আমিন হোসেন। জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও তার পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। 

এরই মাঝে এই পেসারের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির লিখিত অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় আল আমিনের স্ত্রী এ অভিযোগ দায়ের করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।

এদিকে স্ত্রীর অভিযোগ অস্বীকার করে আল-আমিন জানিয়েছেন, মারধরের প্রশ্নই ওঠে না। জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটারের দাবি, তারা ভালো আছেন।

বৃহস্পতিবার বিকেলে ইসরাত জাহান থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। আল-আমিনকে তখন মুঠোফোনে পাওয়া যায়নি। সন্ধ্যার আগে জানা যায়, মিরপুরে সস্ত্রীক হাজির হয়ে নিজেদের মীমাংসার কথা গণমাধ্যমে জানাবেন আল-আমিন। এজন্য মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীরা অপেক্ষায়ও ছিলেন।

স্ত্রীকে মারধরের বিষয়ে আল-আমিন সরাসরি বলেন, ‘মারধর করার তো প্রশ্নই ওঠে না। একসঙ্গে থাকলে তো কত কিছু নিয়েই মনোমালিন্য হয়। ও আমার কাছে দাবি করেছিল যে ওর নামে ফ্ল্যাট লিখে দিতে হবে। আমি এতে রাজি হইনি। এটা থেকেই রাগারাগি হয়েছে। তবে থানায় যাওয়ার মতো কিছু হয়নি। আমার ধারণা, প্রতিবেশি মহিলারা আর আশেপাশের লোকজন ফুঁসলিয়ে ওকে থানায় যেতে বলেছে।’

সন্তানদের থানায় নিয়ে অভিযোগ করায় আল-আমিন নিজেও বিস্মিত। এছাড়া দ্বিতীয় বিয়ে এবং যৌতুক চাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি কোনো দ্বিতীয় বিয়ে করিনি। সব ভুল বোঝাবুঝি। বান্ধবী থাকলেই কি বিয়ে নাকি? আর যৌতুক চাওয়ার তো প্রশ্নই ওঠে না। তদন্ত কর্মকর্তা এলেই সব প্রমাণ হবে। আর আমাদের মধ্যেও দ্রুতই সব ঠিক হয়ে যাবে। দেখবেন, দু-একদিনের মধ্যে ও নিজেই বলবে যে সব ঠিক আছে, আমরা ভালো আছি।’

এর আগে নারীঘটিত কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিসিবি আল-আমিনকে শাস্তি দিয়েছিল। বিপিএল চলাকালীন হোটেল রুমে নারী অতিথি নিয়ে যাওয়ায় তার শাস্তি হয়েছিল।

এছাড়া নানা সময়ে মাঠে অশোভন আচরণের কারণে ও জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটারকে শাস্তিও পেতে হয়।