টাঙ্গাইল ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টাঙ্গাইলের কালিহাতীতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও অভিভাবক ছাউনি উদ্বোধন আব্দুস সালাম পিন্টুর খালাসের খবরে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ টাঙ্গাইলের কালিহাতীতে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত । সরকারি শামসুল কলেজের শিক্ষা সফর সম্পন্ন কালিহাতীর আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও সংবর্ধনা  কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে ওসির মতবিনিময় সভা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার দাফন সম্পন্ন কালিহাতীতে সৎ মায়ের অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু জনদুর্ভোগের সংবাদ করায় সাংবাদিকের নামে মামলা কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

ফর্মহীন কোহলিকে নিয়ে যা বললেন গাভাস্কার

মো: নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ১৪৩ বার পড়া হয়েছে

দুরবস্থায় কাটছে বিরাট কোহলির ক্যারিয়ার। পারছেন না ভালো রান করতে। অবস্থা এখন এতটাই খারাপ যে আগামী অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা হয় কি না, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। টি-টোয়েন্টি দলে কোহলির থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব, বীরেন্দর শেবাগ ও ভেঙ্কটেশ প্রসাদের মতো সাবেক ক্রিকেটাররা।

এমন পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়িয়েছেন আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার। অবশ্য টি-টোয়েন্টিতে নয়, ওয়ানডে ফরম্যাটে কোহলির ব্যাটে রান আসবে, এমনটাই আশা করছেন তিনি।

গাভাস্কারের মতে, ওয়ানডেতেই আবারও পুরোনো কোহলিকে দেখা যাবে। কোহলির রানখরা নিয়ে অন্যান্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে যে বেশি আলোচনা হয়, সেটাও বিরক্ত করছে গাভাস্কারকে, দেখুন, আমি বুঝি না রোহিত শর্মা যখন রান করে না তখন ওকে নিয়ে কথা হয় না কেন! অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রেও এই কথা সত্য। কথায় আছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। টি-টোয়েন্টিতে ভারত যে কৌশলে এগোচ্ছে, সে কৌশলে একদম প্রথম বল থেকেই পেটাতে হয়। এমন কৌশলে হয় আপনি হয় সফল হবেন, নয়তো ব্যর্থ।

কোহলিকে নিয়ে আশাবাদী গাভাস্কার। তিনি বলেন, আমার মনে হয় ওয়ানডে সিরিজটা একদম ঠিক সময়ে হচ্ছে। এই ফরম্যাটটা কোহলির খেলার ধরনের সঙ্গে যায়। অনেকটা টেস্ট ক্রিকেটের মতো, এখানে আপনি ধাতস্থ হওয়ার জন্য সময় পাবেন। ওয়ানডে ক্রিকেটে একজন ব্যাটসম্যান পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে আজ ওভালে নামছে ভারত। যদিও কুঁচকির চোটের কারণে আজ খেলা হছে না কোহলির। এখন কোহলির ফর্ম নিয়ে সংশয় থাকলেও, বিশ্বকাপ আসতে আসতে সব সংশয় দূর করে ফেলবেন কোহলি, এমনটাই আশা গাভাস্কারের, আমার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার আগে এখনো যথেষ্ট সময় আছে। এখনই কোহলির ফর্ম নিয়ে উত্তেজিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের উচিৎ ওকে কিছু সময় দেওয়া।

নিউজটি শেয়ার করুন

ফর্মহীন কোহলিকে নিয়ে যা বললেন গাভাস্কার

প্রকাশিত : মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

দুরবস্থায় কাটছে বিরাট কোহলির ক্যারিয়ার। পারছেন না ভালো রান করতে। অবস্থা এখন এতটাই খারাপ যে আগামী অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা হয় কি না, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। টি-টোয়েন্টি দলে কোহলির থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব, বীরেন্দর শেবাগ ও ভেঙ্কটেশ প্রসাদের মতো সাবেক ক্রিকেটাররা।

এমন পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়িয়েছেন আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার। অবশ্য টি-টোয়েন্টিতে নয়, ওয়ানডে ফরম্যাটে কোহলির ব্যাটে রান আসবে, এমনটাই আশা করছেন তিনি।

গাভাস্কারের মতে, ওয়ানডেতেই আবারও পুরোনো কোহলিকে দেখা যাবে। কোহলির রানখরা নিয়ে অন্যান্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে যে বেশি আলোচনা হয়, সেটাও বিরক্ত করছে গাভাস্কারকে, দেখুন, আমি বুঝি না রোহিত শর্মা যখন রান করে না তখন ওকে নিয়ে কথা হয় না কেন! অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রেও এই কথা সত্য। কথায় আছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। টি-টোয়েন্টিতে ভারত যে কৌশলে এগোচ্ছে, সে কৌশলে একদম প্রথম বল থেকেই পেটাতে হয়। এমন কৌশলে হয় আপনি হয় সফল হবেন, নয়তো ব্যর্থ।

কোহলিকে নিয়ে আশাবাদী গাভাস্কার। তিনি বলেন, আমার মনে হয় ওয়ানডে সিরিজটা একদম ঠিক সময়ে হচ্ছে। এই ফরম্যাটটা কোহলির খেলার ধরনের সঙ্গে যায়। অনেকটা টেস্ট ক্রিকেটের মতো, এখানে আপনি ধাতস্থ হওয়ার জন্য সময় পাবেন। ওয়ানডে ক্রিকেটে একজন ব্যাটসম্যান পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে আজ ওভালে নামছে ভারত। যদিও কুঁচকির চোটের কারণে আজ খেলা হছে না কোহলির। এখন কোহলির ফর্ম নিয়ে সংশয় থাকলেও, বিশ্বকাপ আসতে আসতে সব সংশয় দূর করে ফেলবেন কোহলি, এমনটাই আশা গাভাস্কারের, আমার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার আগে এখনো যথেষ্ট সময় আছে। এখনই কোহলির ফর্ম নিয়ে উত্তেজিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের উচিৎ ওকে কিছু সময় দেওয়া।