এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী |
- প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী |
এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এটিভি বাংলা নিউজের দীর্ঘ ২২ বছরের পথচলার প্রশংসা করেন। তিনি বলেন, একটি সংবাদমাধ্যমের মূল শক্তি হলো সত্যনিষ্ঠতা ও দায়িত্ববোধ। সেই জায়গা থেকে এটিভি বাংলা নিউজ শুরু থেকেই মানুষের কথা বলার চেষ্টা করেছে, যা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও এটিভি বাংলা নিউজ যে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করে আসছে, তা প্রশংসার যোগ্য। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই গণমাধ্যম দেশ ও মানুষের পক্ষে সাহসী এবং বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এটিভি বাংলা নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীর পথচলা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।















