নওগাঁয় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে ৭টি ইটভাটার ২৯ লাখ টাকা জরিমানা
- প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁয় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে ৭টি ইটভাটার ২৯ লাখ টাকা জরিমানা
গৌতম কুমার মহন্ত,নওগাঁ থেকেঃ নওগাঁর পোরশা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও লাইসেন্সবিহীন অবৈধ ৭টি ইটভাটার ২৯ লাখ টাকা জরিমানা করছে মোবাইল কোর্ট।
১৩ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপী নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস প্রিয়াঙ্কা দাস এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ওইসব অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে পোরশা উপজেলার মেসার্স ওএমএস ব্রিকস এর ৪ লাখ টাকা, মেসার্স পিএনভি ব্রিকস এর ৩ লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস এর ৫ লাখ টাকা, মেসার্স এনএসবি ব্রিকস এর ৩ লাখ টাকা, মেসার্স এমআরএসএ ব্রিকস এর ৫ লাখ টাকা, মেসার্স কেজেকে ব্রিকস এর ৫ লাখ টাকা এবং মেসার্স কেইবিসি ব্রিকস এর ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও ওইসব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ফায়ার সার্ভিস টিমের মাধ্যমে চুল্লির ইটভাটার আগুন নিভিয়ে দেয়াসহ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন, নওগাঁ জেলা ও পোরশা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম।














