নওগাঁয় সড়কে গাছ কেটে ডাকাতির চেষ্টা আটক-১
- প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৫৫ বার পড়া হয়েছে
নওগাঁয় সড়কে গাছ কেটে ডাকাতির চেষ্টা আটক-১
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর দুই উপজেলার সড়কে গাছ কেটে ডাকাতি চেষ্টায় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ একজনকে আটক করেছে।
১২ জানুয়ারি সোমবার রাতে জেলার মহাদেবপুর উপজেলার মাতাজীহাট সড়কে শেরপুর মোড় এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। এখবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং স্থানীয় জনতার সহযোগিতায় আবুল কালাম আজাদ (৪৫) নামে একজনকে কুঠারসহ আটক করে।নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও তার সহযোগীরা রাস্তায় গাছ কেটে ডাকাতির চেষ্টা করে। অপর দিকে ওই রাতেই জেলার পোরশা উপজেলার সড়কে ডাকাতির উদ্দেশ্যে গাছ কেটে ফেলা হয়।এসময় দুই দিক থেকে দুটি টহল পুলিশ দল ঘটনা স্থলে পৌছে এবং রাস্তায় কেটে ফেলা গাছ অপসারণ করেন।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রতিটি মুহুর্ত কাজ করে যাচ্ছে।অপরাধ দমনে এলাকাবাসীসহ গণমাধ্যম কর্মীদের সহযোগী প্রত্যাশা করেন তিনি।














