কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৩২ বার পড়া হয়েছে
কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে নাগবাড়ি ইউনিয়নের নোয়াপাড়া কলেজ পাড়া দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১ জানুয়ারি কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, জেলা সংগঠক , সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য শেখ শাজাহান, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এতিমদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি উপজেলার ছিন্নমূল,এতিম,দু:স্থ ও শীতার্তদের মাঝে সাতদিন ব্যাপী কম্বল বিতরণ কর্মসূচী গ্রহণ করে। ১ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এতিমদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরণকালে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সংগঠকরা উপস্থিত ছিলেন।














