কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৬৭ বার পড়া হয়েছে
কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কালিহাতীর উপজেলা গেট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক একেএম আব্দুল আওয়াল, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মতিন,রহিমা বেগম, উপজেলাজা
তীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন -জাসাস এর সাবেক সভাপতি সাইফুল কায়সার, উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সংগঠক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মনির হোসেন,ছাত্রদলের সাবেক নেতা লুৎফর রহমান লেলিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির জেলা সংগঠক, সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা














