কালিহাতীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
- প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১২৯ বার পড়া হয়েছে
কালিহাতীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দেবাশীষ কর্মকার স্টাফ রিপোর্টার।
টাঙ্গাইলের কালিহাতীতে আপসহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিহাতী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ৪ নং ওয়ার্ড বেতডোবা বিএনপি কার্যালয়ে ৩০ ডিসেম্বর বিকেলে চারটা ৪:৩০ মিনিটে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন যাবত ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন ৩০ ডিসেম্বর সকাল ৬ টায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ শোনার পরপরই দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। রাষ্ট্রের থেকে ঘোষণা করা হয় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও ১ দিনের ছুটি। বিএনপির চেয়ারপার্সন ও গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে কালিহাতি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে রুহের মাগফেরাত ও দোয়া কামনা করে গভীর শোক ও শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
সে সময় উপস্থিত থেকে দোয়া কামনা করেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহীদ, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ হারু মেম্বার, কালিহাতী উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান লেলিন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন কাঠু, উপজেলা সদস্য মোঃ তরিকুল ইসলাম বাবু, কালিহাতী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ বকুল মিয়া, কালিহাতী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদ হোসেন তালুকদার, কালিহাতী পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, কালিহাতি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, শাকিল আহমেদ খান সহ উপজেলা বিএনপি কালিহাতী পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজনু মিয়া বলেন গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা গভীরভাবে শোকাহত বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ঘোষিত সপ্তাহব্যাপী শোক পালন সারাদেশের ন্যায় কালিহাতীতেও বিএনপি ও অঙ্গ সকল সহযোগী সংগঠনের শোক পালন হবে বিদেহী রুহের মাগফেরাত ও আমাদের প্রিয় দেশনেত্রীর জন্য দোয়া কামনা অব্যাহত থাকবে।















