কালিহাতীতে বাসের ধাক্কায় নারীর মৃ’ত্যু
- প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ৭১ বার পড়া হয়েছে
কালিহাতীতে বাসের ধাক্কায় নারীর মৃ’ত্যু
মোঃ মিজানুর রহমান (শামীম)কালিহাতী (বিশেষ ) প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় কল্পনা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের কালিহাতীর ধুনাইল নতুন বাজার এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কল্পনা বেগম কালিহাতীর ঝাটিবাড়ি গ্রামের আজিজ মাষ্টারের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত কল্পনা বেগম ধুনাইল নতুন বাজার থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটক করে পুলিশে খবর দেয়।
এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব বলেন, বিনা ময়নাতদন্তের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
মোঃ মিজানুর রহমান(শামীম)
কালিহাতী টাঙ্গাইল
মোবাইল-০১৭৮৯০০৭৬৬৯
তারিখ-২৬/১২/২০২৫















