হারিয়ে যাওয়া ব্যক্তির পরিবার খোঁজে পুলিশের সহায়তা চাওয়া
- প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৭৮ বার পড়া হয়েছে
হারিয়ে যাওয়া ব্যক্তির পরিবার খোঁজে পুলিশের সহায়তা চাওয়া
টাঙ্গাইলের কালিহাতী থানায় বর্তমানে এক ব্যক্তি আশ্রয়ে রয়েছেন, যিনি নিজের নাম শইতো বলে পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকার অরুণ খোলাফাড়ী গ্রামে বলে জানা গেছে। শইতোর পিতার নাম বাছেদ এবং মাতার নাম মারিয়া।
প্রাপ্ত তথ্যমতে, শইতোর পিতা পেশায় কলা বিক্রেতা এবং মাতা চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তবে বিভিন্ন কারণে তিনি বর্তমানে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তিনি কালিহাতী থানার সহযোগিতা চান।
এ বিষয়ে কালিহাতী থানা কর্তৃপক্ষ শইতোর পরিবারের সন্ধান পেতে সর্বসাধারণের সহায়তা কামনা করেছে। কেউ যদি শইতোর বাবা-মায়ের অবস্থান সম্পর্কে জানেন অথবা তাঁর পরিচয় ও পরিবারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেন, তাহলে অনুগ্রহ করে কালিহাতী থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
পুলিশ আশা করছে, জনসাধারণের সহযোগিতায় দ্রুত শইতোর পরিবারের সন্ধান পাওয়া সম্ভব হবে এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে।















