আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি :
- প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৭৩ বার পড়া হয়েছে
আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি :
প্রতিনিধি: মোস্তাক আহমেদ বাপ্পি
আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং
প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সারাদেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নিচ্ছেন।
গতকাল রবিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
এতে বহু শিক্ষক আহত হন। পরে শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতা উন্নীত করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। তবে ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হওয়ায় শিক্ষক সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে।















