কালিহাতীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পাইকরা ও পারখী ইউনিয়নের কমিটি গঠন।
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ২৪৪ বার পড়া হয়েছে
কালিহাতীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পাইকরা ও পারখী ইউনিয়নের কমিটি গঠন।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী উপজেলার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পাইকরা ইউনিয়ন ৩১ সদস্য বিশিষ্ট ও পারখী ইউনিয়ন ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ জুলাই কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মঞ্জুরুল হাসান ও কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন এর স্বাক্ষরিত উপজেলা মৎস্যজীবী দলের প্যাডে এই দুইটি ইউনিয়ন কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নুরে আমিন খান, সে সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বী রাজিব, সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক আলম বেপারী, বাংড়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ রাসেল, বাংড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক ওয়াসিমুল বাড়ি, সহ-সাধারণ সম্পাদক মেহেদী আমিন মিঠু, নিরঞ্জন দাস, জাহাঙ্গীর আলম শুভ, শাহজাহান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। নবগঠিত পাইকরা ইউনিয়ন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফ আহমেদ শিমুল, সাধারণ সম্পাদক আইনাল হক। পারখী ইউনিয়ন কমিটির নবগঠিত সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাজাহান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই সহ আরো অনেকেই। পরে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম খান বলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল একটি আদর্শপূর্ণ দল এই দলের সাথে যারাই নেতৃত্ব দিতে আসবেন তাদের সকলের নিকট অনুরোধ করে বলবো এমন কোন অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না যাতে করে আমাদের এই দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। প্রত্যেকেই যার যার মত করে সকল মানুষের কল্যাণে নিয়োজিত থাকবেন। শেষে মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।















