কালিহাতী পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ আলীর মতবিনিময় সভা
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ৭৪১ বার পড়া হয়েছে
কালিহাতী পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ আলীর মতবিনিময় সভা
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার মেয়র প্রার্থী সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী তার আত্মীয় ও শরীকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ জুন) বিকেলে পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীর আয়োজনে কালিহাতী বাসস্ট্যান্ড বল্লা রোডে নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, মধুপুর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার আতিয়ার রহমান, কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আলীর সহধর্মিনী জেসমিন আক্তার,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা আক্তার প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, আগামী কালিহাতী পৌরসভা নির্বাচনে পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীকে মেয়র প্রার্থী হিসেবে আমরা নির্বাচিত করতে চাই।
মেয়র প্রার্থী মোহাম্মদ আলী বলেন,আমি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি।আমার গ্রামবাসী ওয়ার্ডের মানুষের সেবা করেছি।আগামী পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী আপনাদের সহযোগিতা কামনা করি এবং পৌরবাসী সেবা করার সুযোগ চাচ্ছি।















