সর্বশেষ খবর :
ব্রেকিং নিউজ :
কালিহাতীতে বেষ্ট ইট ভাটায় কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে লাকড়ি
সাংবাদিক সাইদুর রহমান সমীর
- প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
- / ৫০৫ বার পড়া হয়েছে
- কালিহাতীতে বেষ্ট ইট ভাটায় কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে লাকড়ি
সাইদুর রহমান সমীর, বিশেষ প্রতিনিধি :টাংগাইলের কালিহাতী উপজেলায় কোকডহরা ইউনিয়নের কুটুরিয়ায় বেষ্ট ইটভাটায় কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে লাকড়ি পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করে অবাধে পুরানো হচ্ছে লাকড়ি। এর কারনে পরিবেশ দূষিত হচ্ছে জনজীবনে এর প্রভাবে পড়ছে এবং নানাবিধ রোগে ভুগছে ওই এলাকার লোকজন। সরেজমিনে দেখা যায়, বেষ্ট ইটভাটার পাশেই রয়েছে ফসিল জমি এবং সারি সারি লাকড়ির স্তুপ এতে করে গাছপালা কাটার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।বেষ্ট ইটভাটার প্রোপাইটার মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি উপরের মহলে সবাই কে ম্যানেজ করে আমি আমার ইটভাটার ব্যবসা করছি তাই আপনি পেপার পত্রিকায় খবর প্রকাশ করেও আমার কিছু করতে পারবেন না। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকের কাছে এর প্রতিকার চাচ্ছে এলাকার সুশীল সমাজ।
ট্যাগস :