টাঙ্গাইল ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালিহাতী উপজেলা আমিন সমিতির নির্বাচনে আলাউদ্দিন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্যাদুর্গতদের পাশে টাঙ্গাইল নার্সেস ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পুজার সমাপ্তি হলো মধুপুরে কালিহাতীতে বিজয়া দশমীর আনন্দে নৌকায় সংঘর্ষ: এক শিশুর মর্মান্তিক মৃত্যু নবমীর দিনেই দশমীর তিথি, একদিন আগেই ফিরছেন দুর্গা কালিহাতীতে পূজামণ্ডপ পরিদর্শনে বেনজীর আহমেদ টিটো কালিহাতীতে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে হত দরিদ্র মায়েদের মাঝে বস্ত্র বিতরন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনও এর ভ্রাম্যমান অভিযান
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

বিয়ে গোপন করলেও সন্তানের খবর কেন চাউর করলেন পরীমনি?

মো: নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১২ জানুয়ারি ২০২২
  • / ১১৯ বার পড়া হয়েছে

পরীমনি বিয়া করার কারণে জাতির বিবেক বা জাতির মরালিটি যে খুশিতে টগবগাইয়া উঠছে, এর কারণ জাতির এই বিবেকই ওনারে বিয়া করতে বাধ্য করছে। ক্রমাগত হ্যারাসমেন্ট, গ্রেপ্তার, প্রাইভেসি লংঘন, উচ্ছল জীবন যাপনে বাধা, সর্বোপরি সিঙ্গেল থাকার যত আনন্দ আছে তাতে জাতীয়ভাবে নাক ঢুকাইয়া ও বিঘ্ন তৈরি কইরা পরীমনিকে বিয়া করতে বাধ্য করা হইছে।
শুধু বিয়া যেহেতু বিয়া কিনা সেই সন্দেহ থাইকা যায়, তাই তারে বাধ্য করা হইছে বিয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়া নিতে। যাতে পরে সুবিধা মতো সময়ে স্বামী ছাইড়া দিতে পারলেও বাচ্চা ছাড়তে না পারে পরীমনি।
আমার সন্দেহ শুধু জাতি না, অতীব ক্ষমতাবান কোনো অভিভাবকের তরফে এই বিয়া ও বাচ্চা ঘটনায় তারে রাজি করানো হইছে।
নাইলে বিয়ার খবরের আগেই বাচ্চার খবর চাউর করতে হইতেছে কেন?
আহা পরীমনি!
২.
আপনি কি মনে করেন গোয়েন্দা সংস্থা ও পুলিশের না জানামতেই তিনি বিয়া করছেন?
তার বিয়ার ব্যাপারে এতদিন পর্যন্ত তথ্য লুকাইতে পুলিশ কেন নিরবতার মাধ্যমে সাহায্য করলো?
এইটা খুঁজলেই বাকিটা বুঝতে পারবেন।
পরীমনি যেহেতু পুলিশ বা আদালতের নজরের মধ্যে ছিলেন, তাই তার বিয়ের কথা পুলিশকে জানাইতে বাধ্য পরীমনি। পুলিশ সে তথ্য লুকাইছে।
তারা পাবলিকরে জানান নাই যেহেতু সেইটা তাদের কাজ না, কিন্তু লুকানো যখন তাদের কাজ তখনই সন্দেহ দেখা দেয়।
পুলিশ-সাংবাদিক ভাই-ভাই সম্পর্ক সত্ত্বেও সাংবাদিকদের কাছে এই বিয়ার খবর লুকানোর মধ্যে পুলিশের উপর চাপ বা গোপন স্বার্থ কাজ করছে ধারণা করা যায়।
(ব্রাত্য রাইসুর ফেসবুক থেকে)

নিউজটি শেয়ার করুন

বিয়ে গোপন করলেও সন্তানের খবর কেন চাউর করলেন পরীমনি?

প্রকাশিত : বুধবার, ১২ জানুয়ারি ২০২২

পরীমনি বিয়া করার কারণে জাতির বিবেক বা জাতির মরালিটি যে খুশিতে টগবগাইয়া উঠছে, এর কারণ জাতির এই বিবেকই ওনারে বিয়া করতে বাধ্য করছে। ক্রমাগত হ্যারাসমেন্ট, গ্রেপ্তার, প্রাইভেসি লংঘন, উচ্ছল জীবন যাপনে বাধা, সর্বোপরি সিঙ্গেল থাকার যত আনন্দ আছে তাতে জাতীয়ভাবে নাক ঢুকাইয়া ও বিঘ্ন তৈরি কইরা পরীমনিকে বিয়া করতে বাধ্য করা হইছে।
শুধু বিয়া যেহেতু বিয়া কিনা সেই সন্দেহ থাইকা যায়, তাই তারে বাধ্য করা হইছে বিয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়া নিতে। যাতে পরে সুবিধা মতো সময়ে স্বামী ছাইড়া দিতে পারলেও বাচ্চা ছাড়তে না পারে পরীমনি।
আমার সন্দেহ শুধু জাতি না, অতীব ক্ষমতাবান কোনো অভিভাবকের তরফে এই বিয়া ও বাচ্চা ঘটনায় তারে রাজি করানো হইছে।
নাইলে বিয়ার খবরের আগেই বাচ্চার খবর চাউর করতে হইতেছে কেন?
আহা পরীমনি!
২.
আপনি কি মনে করেন গোয়েন্দা সংস্থা ও পুলিশের না জানামতেই তিনি বিয়া করছেন?
তার বিয়ার ব্যাপারে এতদিন পর্যন্ত তথ্য লুকাইতে পুলিশ কেন নিরবতার মাধ্যমে সাহায্য করলো?
এইটা খুঁজলেই বাকিটা বুঝতে পারবেন।
পরীমনি যেহেতু পুলিশ বা আদালতের নজরের মধ্যে ছিলেন, তাই তার বিয়ের কথা পুলিশকে জানাইতে বাধ্য পরীমনি। পুলিশ সে তথ্য লুকাইছে।
তারা পাবলিকরে জানান নাই যেহেতু সেইটা তাদের কাজ না, কিন্তু লুকানো যখন তাদের কাজ তখনই সন্দেহ দেখা দেয়।
পুলিশ-সাংবাদিক ভাই-ভাই সম্পর্ক সত্ত্বেও সাংবাদিকদের কাছে এই বিয়ার খবর লুকানোর মধ্যে পুলিশের উপর চাপ বা গোপন স্বার্থ কাজ করছে ধারণা করা যায়।
(ব্রাত্য রাইসুর ফেসবুক থেকে)