স্কুলে চলন্ত লিফটের দরজায় আটকে রহস্যময় ভাবে শিক্ষিকার মৃত্যু
- প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১১৮ বার পড়া হয়েছে
স্কুলে চলন্ত লিফটের দরজায় আটকে প্রাণ হারিয়েছেন এক শিক্ষিকা। শুক্রবার ভারতের উত্তর মুম্বাইয়ের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, জেনেল ফার্নান্দেস (২৬) নামে ওই শিক্ষিকা স্থানীয় সময় দুপুর ১টার দিকে দ্বিতীয় তলায় স্টাফ রুমে যাওয়ার জন্য ষষ্ঠ তলায় অপেক্ষা করছিলেন।
লিফট চলার শুরুর পরও দরজা বন্ধ না হওয়ায় তার কাঁধে থাকা ব্যাগ টান লাগে। এতে মাথা লিফটের দরজায় লেগে পিষে যায় বলে সিসিটিভি ফুটেজ দেখা গেছে।
স্কুলের কর্মীরা তাকে টেনে বের করে। একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সেখানকার ডেপুটি পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেন, প্রাথমিক তদন্তের সময়, আমরা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছি। এর পেছনে অন্য কোনো কারণ থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।