সর্বশেষ খবর :
ব্রেকিং নিউজ :
রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ পায়নি যেসব দেশ
মো: নাহিদ খান
- প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ৯৭ বার পড়া হয়েছে
রাশিয়ার কোনো প্রতিনিধিকে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য। রাশিয়ার প্রতিবেশী বেলারুশের কোনো প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়নি। হোয়াইটহলের একটি সূত্র জানিয়েছে এ তথ্য।
তাছাড়া দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারকেও রানির শেষযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। খবর: আল জাজিরার।
বর্তমানে মিয়ানমারের ক্ষমতায় রয়েছে সামরিক জান্তা। এই জান্তা সরকারের সঙ্গে রাশিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক। কয়েকদিন আগে জান্তা প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়ায় গিয়ে দেখা করে আসেন।
রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে নাকি দেশটির শাসনে সামরিক জান্তা থাকার কারণে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি সেটি নিশ্চিত নয়।