সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক দোয়া মাহফিল:
- প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে
সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক দোয়া মাহফিল:
বিশেষ প্রতিনিধি:মোস্তাক আহমেদ বাপ্পি….
“আলহাজ্ব মোজাম্মেল হকের মহৎ উদ্যোগে সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মুজিবুর রহমান কে সভাপতি করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো:মাহমুদউল্লাহ।
প্রধান শিক্ষক এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
“আজ একদিকে যেমন বিদায়ের বিষণ্ণতা, তেমনই অন্যদিকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি।
আমি জানি তোমরা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে।
“মনে রাখবে, জীবনের চ্যালেঞ্জগুলো আসবে, কিন্তু সাহস ও সততার সাথে সেগুলোর মোকাবিলা করতে হবে।”
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, দরুদ-শরীফ, মিলাদ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ সমৃদ্ধ একটি সমাজ গঠনে শিক্ষার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়, যা তাদের আগামী শিক্ষা জীবনে আরও অনুপ্রাণিত করবে।
এ উদ্যোগ শিক্ষার্থীদের প্রতি আলহাজ্ব মোজাম্মেল হক এর গভীর আন্তরিকতা ও শিক্ষাবান্ধব চিন্তার উজ্জ্বল দৃষ্টান্ত।















