কালিহাতীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ পালিত।
- প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১১১ বার পড়া হয়েছে
কালিহাতীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ পালিত।
দেবাশীষ কর্মকার স্টাফ রিপোর্টার।
দেশীয় জাতে আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটনারী হাসপাতাল প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প( এলডিডিপি) এর আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল প্রাঙ্গণে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ সপ্তাহব্যাপী প্রদর্শনী চলমান থাকবে।
২৬ নভেম্বর সকালে অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় একটি শোভাযাত্রা, পরে আমন্ত্রিত অতিথিবৃন্দের স্টল পরিদর্শন ও আসন গ্রহণ ও আলোচনা সভা। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ এর মধ্য দিয়ে আরম্ভ হয় আলোচনা অনুষ্ঠানের। ডাঃ আবু সাইম আল সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সীমান্ত (ভেট ) বিসিএস ডেইরিপ ও পেট এনিমেল বিশেষজ্ঞ, সাহিদা সুলতানা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কালিহাতী, আরো উপস্থিত ছিলেন ইসরাত জাহান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কালিহাতী, রাজু আহমেদ, এফ এ( এ আই) কালিহাতী, আব্দুল হক মিয়া, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কালিহাতী, মোঃ বদিউজ্জামান অফিস সহায়ক কালিহাতী,সুভাষ, শাহ আলম, মোহাম্মদ নীরব হাসান সহ অন্যান্য খামারীবৃন্দ সাংবাদিক রাজনৈতিক সামাজিক সুধীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম সকল নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে খামারিদের প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দিবসটি উপলক্ষে প্রাণীদের অধিকার ও গুরুত্ব তুলে ধরে বলেন আধুনিক প্রযুক্তির বিস্তার নিরাপদ খাদ্য উৎপাদন নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এখানে স্টল পরিদর্শন করলাম সেখানে দেখলাম মূলত এবারের প্রতিপাদ্য বিষয় দেশীয় প্রাণিজাতকে কিভাবে আরো বেশি টেকসই করতে পারি টেকশই উন্নয়নের জন্য সে ক্ষেত্রে খামারিদের জন্য সম্মানিত উদ্যোক্তা যারা আছেন যদি তাদের কোন কিছু প্রয়োজন হয় আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে আছি থাকবো।















