আমি ডঃ ইউনুস সরকারকে সরকার মনে করিনা , আমি শুধু বলবো যে সে থাই পাচ্ছে না পাবেও না ,আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য
- প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১২০ বার পড়া হয়েছে
আমি ডঃ ইউনুস সরকারকে সরকার মনে করিনা , আমি শুধু বলবো যে সে থাই পাচ্ছে না পাবেও না ,আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য | 14/11/2025
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন
আমি ডক্টর ইউনুসের যে পরিষদ এটাকে সরকার বলি না। এটা হল পরিষদ। আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না। সে লুঙ্গি সুদ নাকি কাউ। আমি শুধু বলবো যে সে থাই পাচ্ছে না পাবেও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পায় নাই আমরাই তাকে বিপদগ্রস্ত করেছি জিয়াউর রহমান কামান দেখে এসেছে পারে নাই এরশাদ পারে নাই খালেদা পারে নাই আরেকজনের নামই আমি নিতে চাই না একটা যা হাজার তখনো তাই আমরা গণতন্ত্র বলব আমরা বঙ্গবন্ধুর ঔরুষ জাত সন্ধানের দাবি করব আর মানুষের বুকে ব্যানট চার্জ করাবো গুলি করব এটা হতে পারে না আমি ভদ্রার সাথে একমত আল্লাহর অপার করুণা আমরা আওয়ামী লীগ থেকে দুজনে বহিষ্কার হয়েছি না হলে আজকে আমরা ঘৃণিত হতাম। আমি জেলে গিয়ে দেখেছি যেই সে বড় বড় কুতুবরা পাচই আগস্টের আগে যে ভাব করতো সে ভাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের দাম্ভিকদের পছন্দ করে না। আমাদের কথায় মনে হতে পারে যে আমরা খুব না আমরা হৃদয় থেকে কথা বলি। মানুষকে ভালোবাসি। এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে তাদের সাথে মিলাতে পারি নাই। এখনো মিলাতে পারি না। আল্লাহ রহমতে আমি অনেক বড় জীবন পেয়েছি কালিহাতি নয় বাংলাদেশের মানুষেরও ভালোবাসা পেয়েছি পেছনে লায়লা সিদ্দিকী বসে আছে ৮৬ সালের লতিফ সিদ্দিকীর মুক্তির জন্য তাকে আপনারা ভোট দিয়েছেন কোন কর্মসূচি ছিল না আজকে বলব কেউ কেউ মনে করেন যে বঙ্গবীর বোধয় ঠিক না আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি বহু ঘটনার মধ্য দিয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ওটাকে বলে এসিস্টে এসিড টেস্ট মানে পুরানো তাই আজকের এই শুক্রবারে মা-বাবা করিমুন্নাসা কে সাক্ষী রেখে বলছি আমি কোনদিন কোন রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে আল্লাহর রহমতে আমি ১০০ ভাগ থাকবো। এটা আবার বলছি তার কথা না। আমি শুনেছি বদরই বলেছে যে আপনার এলাকার মানুষ আপনাকে নিয়ে খুব মানসিক কষ্টে আছে। আপনাকে এত ভালোবাসে। এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না। যেটা পারবো লোভে পড়বো না। স্বার্থের বিশেষ ঘুরবো না। অন্যায়কে ভয় পাবো না। আমরা এখন স্পষ্ট আমি বলি যে আমি নয় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে আমিও কাজ করব। দল করি আল্লাহ আল্লাহ রহমত করুক তোমাদের মঙ্গল করুক আর যারা ফাতরামি করতাছে একটু প্রবান না এই চালাকি করে কেউ কিন্তু বেশিদিন থাকতে পারবেন না চালাক মেয়েরা একটু চালাকি বন্ধ করুন দেশ যদি মানুষের হয় তাহলে সেই মানুষের প্রতি নজর দেন নিজের পকেট আর চেয়ারের প্রতি নজরটা উঠিয়ে দেন এই বলে তোমাদেরকে আবার আমার ভালোবাসা জানিয়ে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী আগামী দিনে যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপকে ১০০ ভাগ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবীর কাদের সিদ্দিকে বিরুদ্ধ |















