আমি নেত্রী শেখ হাসিনাকে আজকে একটা ধন্যবাদ দিতে চাই যে শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন
- প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১২৩ বার পড়া হয়েছে
আমি নেত্রী শেখ হাসিনাকে আজকে একটা ধন্যবাদ দিতে চাই যে শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন:
আমি নেত্রী শেখ হাসিনাকে আজকে একটা ধন্যবাদ দিতে চাই। দল ছাড়ার পরে কৃষক শ্রমিক জনতা লীগ করার পরে কোথায় জানি কি এক উপহার পাইছিলেন সম্মান পাইছিলেন খেতাব পাইছিলেন সেজন্য তারে আমি একবার ধন্যবাদ দিছিলাম আজকে তাকে আমি ধন্যবাদ দিতে চাই বলেন তো কি জন্য কি জন্য গতকালকে লকডাউন করছিল এইজন্যে ওই জন্য নাত্ি দিবার চাই নাত্থি দিবার চাই যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কে কেন কালকে লকডাউন করছিলেন লকডাউন কাকে বলে লকডাউন কিন্তু ঘরের মধ্যে থাকা লকডাউন করে গাড়ি পড়ন গাড়ি পড়ে নাই আওয়ামী লীগ পড় থাকলে আল্লাহর গজব পড়বে আওয়ামী লীগের নামে যদি অন্যরা থাকে তাগের উপরে আল্লাহর গজব পড়বে তোমরা আল্লাহর গজবের ভয় পাও না শেখ হাসিনা ক্ষমতা ছাড়ছে আল্লাহর গজবে সারাদিন কান্দো যে পরিমাণ লোক পাঁচ তারিখে বাড়ি ছিল তার এক লক্ষ ভাগের এক ভাগ লোক আর কোনদিন তোমরা সারাদিন কাইন্দা ১৪ কলস কাইন্দা দাও আর বাইর করতে পারবা না কি জন্য ধন্যবাদ দিব কেউ বলতে পারবে ধন্যবাদ কিন্তু দিবই আমি বলে না আমি কথা শেষ করবো আধা ঘন্টা হয়ে গেল আরে একটা সাহসী মানুষ আর ৫০ টা হতাশ মানুষ এক সমান কথা তাই বলতে পারছো না কেন কিনানও দিতে পারি বলো না এদিক থেকে কেউ সাহসী শেখ হাসিনা সাহসী শেখ হাসিনার মত অক্ষম নেত্রী বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছে শেখ হাসিনার জন্য মুক্তিযুদ্ধের আজকে এরকম দুর্দশা শেখ হাসিনার জন্যে সাহসী নেত্রী সাহস তো গুন্ডারও থাকে সাহস ছিল বঙ্গবন্ধুর সাহস ছিল মাওলানা ভাসানীর সাহস তো ডাকাতি না বলে সাহস ঘরবাড়ি পুড়ে দেওয়ার কথা বলা সাহস মানুষকে মারবার কথা বলা সাহস না না না আরেকবার চান্স বলো কি জন্যে ধন্যবাদ দেব এক্ষনি দিব বলে জয় বাংলা ডুবাইছে বঙ্গবন্ধুর কন্যা বলে বঙ্গবন্ধুর কন্যা বলে তো কিছুই কমু না এখানে নুন্নাহারী বলে একজন আছে নুন্নাহারী মারা গেছে আয়েশা আয়েশা আমগো বাড়িতে থাকতো বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা হইলে এখানে যারা আছে সব বঙ্গবন্ধুর কন্যার মত ব্যবহার করেছে না লতিফ সিদ্দিকী না হলে মুক্তিযুদ্ধ হইতো না টাঙ্গাইলে কাদের সিদ্দিকী না হলে পাকিস্তান হারাদারা আরো দুই বছর পরে হাটতো কি সম্মান দিয়েছে লতিফ সিদ্দিকা কাদের সিদ্দিকী জবে করো কাদের সিদ্দিকীরে লতিফ সিদ্দিকেরে জবা করো অমুকরা অমুকটা করো উনি বঙ্গবন্ধুর কোন লোককে সম্মান করে নাই কিন্তু তারপরেও বড় একটা একেবারে খালাস নিয়তে আমার বুকের ভিতর থেকে আমি ধন্যবাদ দেব। কেন?















