হারিছ চৌধুরী ৭৩তম জন্মদিন উপলক্ষে সভা ও দোয়া মাহফিল -কাতার।
- প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে
হারিছ চৌধুরী ৭৩তম জন্মদিন উপলক্ষে সভা ও দোয়া মাহফিল -কাতার।
কাতার প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি।
বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব,বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ১ নভেম্বর ২৫ ইং হারিছ চৌধুরী ফাউন্ডেশন, কাতার এর উদ্যোগে পুরাতন সবজি মার্কেট পাঁচ পূরণ রেস্টোরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার সাধারণ সম্পাদক মো:শাহীন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার সভাপতি মো: হাসান আহমেদ।
সহ-সভাপতি আব্দর রব।
বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত রাখেন, শাহজালাল লিটন,মহিন আহমেদ,ই এম আকাশ,আতাউর রহমান, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া,শামিম,জিহাদ কামাল সহ অনেকে।
অনুষ্ঠানে হারিছ চৌধুরীর রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার এর সভাপতি মো:হাসান আহমেদ।
তিনি বলেন,হারিছ চৌধুরী ছিলেন এক জন দেশপ্রেমিক, সৎ ও নীতিবান রাজনীতিবিদ। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি কখনও দল বা দেশের সঙ্গে বেঈমানি করেননি।
তিনি আরও বলেন,কানাইঘাট-জকিগঞ্জের প্রায় ৮০ শতাংশ উন্নয়ন হারিছ চৌধুরীর হাত ধরে বাস্তবায়িত হয়েছে।
হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার,
জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল শেষে হারিছ চৌধুরীর জন্য মোনাজাতে আল্লাহর নিকট উনাকে বেহেশত নসিব করার প্রার্থনা কামনা করা হয়।















