মানবতার ফেরিওয়ালা কর্নেল আজাদ — তারেক রহমানের আহ্বানে ঘর পেলেন রাধাপাল বাড়ীর ইকবাল
- প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৪৮ বার পড়া হয়েছে
মানবতার ফেরিওয়ালা কর্নেল আজাদ — তারেক রহমানের আহ্বানে ঘর পেলেন রাধাপাল বাড়ীর ইকবাল
সিঁদুর ঘোষ রাজকুমার ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ীর মো. ইকবাল একসময় দিন কাটাতেন অনিশ্চয়তায়। অন্যের দোকানে চুল কেটে যা আয় হতো, তা দিয়েই কোনোমতে সংসার চালাতেন। জীবনের প্রতিটি দিন ছিল সংগ্রামের গল্প। স্ত্রী আকলিমা বেগম ও দুই ছোট সন্তানের মুখে হাসি ফোটাতে পরিশ্রম ছিল তাঁর একমাত্র পুঁজি। তবে অভাব-অনটন তাঁকে কখনো হার মানাতে পারেনি। এই ইকবালই আজ পেলেন জীবনের সবচেয়ে বড় পাওয়া—একটি ঘর, একটি আশ্রয়, একটি নিরাপদ ছাদ। আর এই মানবিক উদ্যোগের পেছনে ছিলেন মানবতার ফেরিওয়ালা লে. কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি।
তারেক রহমানের নির্দেশে মানবতার সেবা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মানবিক আহ্বান ও দিকনির্দেশনা অনুযায়ী
লে. কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি সমাজের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ইকবাল ও তাঁর পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেন তিনি।
শনিবার দুপুরে ( নভেম্বর ২০২৫) রাধাপালবাড়ীতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ইকবালের হাতে ঘরটি হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আশরাফুল ইসলাম মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মধুপুর উপজেলা বিএনপি;
নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক;মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি, মধুপুর;
মিনহাজ হোসেন, যুবদল নেতা;এবং মো. মোজাম্মেল হোসেন, ছাত্রদল নেতা।
ঘরটি পেয়ে আবেগাপ্লুত ইকবাল বলেন, আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন দিন আসবে। নিজের একটা ঘর হবে—এটা ছিল আমার স্বপ্ন। আজ কর্নেল আজাদ সাহেব ও দেশনায়ক তারেক রহমান সাহেবের জন্য সেই স্বপ্ন সত্যি হলো। আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। লে. কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি বলেন,আমাদের নেতা তারেক রহমান সবসময় জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাঁর আহ্বানেই আমরা মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। রাজনীতি মানে কেবল ভোট নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা, তাদের মুখে হাসি ফোটানো।তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি—অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। যতদিন বাঁচব, মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাব।স্থানীয় বাসিন্দারা জানান,কর্নেল আজাদ সাহেব শুধু রাজনীতিবিদ নন, তিনি সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা। সমাজে এমন মানুষ থাকলে দরিদ্রের কষ্ট অনেকটাই কমে যায়। গ্রামের প্রবীণ একজন বাসিন্দা বলেন,ইকবাল অনেক কষ্টে দিন কাটাতো। আজকে তার নিজের ঘর হলো—আমরা সবাই খুশি। কর্নেল আজাদ সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি। লে. কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি মধুপুর–ধনবাড়ী আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী। তিনি রাজনীতি করছেন মানবতার সেবা ও সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে। তাঁর নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতা অব্যাহত রয়েছে।
মানবতার ফেরিওয়ালা কর্নেল আজাদের এই উদ্যোগ শুধু একটি ঘর দেওয়ার গল্প নয় এটি এক মানুষ থেকে অন্য মানুষের জন্য ভালোবাসা, সহানুভূতি ও মানবতার প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে এভাবে যদি প্রতিটি নেতা মানুষের পাশে দাঁড়ান,
তাহলে বাংলাদেশে আর কোনো ইকবালকে অভাবে কাঁদতে হবে না।















